Saturday, December 20, 2025

পঞ্চায়েতের টিকিট নিয়ে স্থানীয়দের বি.ক্ষোভ! চরম হে.নস্থা বিধায়কের স্বামীকে

Date:

Share post:

টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে পঞ্চায়েতের টিকিট (Panchayat Election)। প্রতিবাদে বিধায়িকার স্বামীকে জামার কলার ধরে মারধরের অভিযোগ মহিলাদের বিরুদ্ধে। তৃণমূলের (TMC) প্রতীক দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দল প্রতীক পাঠায়নি। প্রতিবাদে জোড়াফুলের প্রতীক না পাওয়া মহিলা পঞ্চায়েত প্রার্থী ও তাঁর অনুগামীরা মারধর করলেন তৃণমূল বিধায়কের স্বামীকে। এমনকী তৃণমূল বিধায়কের স্বামীকে চরম হেনস্থা করে দলের মহিলারাই। রীতিমতো কলার ধরে মাটিতে বসিয়ে প্রতীক না মেলার জবাবদিহিও চাওয়া হয়। এই ঘটনায় অভিযোগের তির মহিলা প্রার্থী নার্গিস বেগম ও তার অনুগামীদের বিরুদ্ধে। এমনকী মারধরের সঙ্গে সঙ্গে তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে কুশমণ্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানার ৩ নং উদয়পুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছিলে নার্গিস বেগম এবং পিউ বসাক। দুজনেই তৃণমূলের প্রতীকে মনোনয়ন জমা দিয়েছিলেন। এদিকে কুশমণ্ডির বিধায়ক রেখা রায় নার্গিস বেগমকে জানিয়েছিলেন, তিনি পঞ্চায়েত সমিতির টিকিট পাবেন। কিন্তু, শেষ মুহূর্তে অর্থাৎ মঙ্গলবার দুপুরে দেখা যায় দলীয় প্রতীক পাননি নার্গিস। এমনকী দলের তরফ থেকে তাঁকে মনোনয়নপত্র তুলে নিতে বলা হয়। এতেই দলের প্রতি ক্ষোভে ফেটে পড়েন নার্গিস বেগম এবং তাঁর অনুগামীরা। ব্লক অফিসের পাশেই একটি ফাঁকা জায়গায় বিধায়কের স্বামী নকুল রায়কে দেখতে পেয়ে তাঁর উপর চড়াও হয় নার্গিস ও তাঁর অনুগামীরা।

অভিযোগ, নকুল রায় ও ব্লক সভাপতি কেশব যোশীর কথায় এলাকার দলীয় যোগ্য কর্মীরা প্রার্থী হতে পারেনি। উলটে টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট পাইয়ে দিয়েছেন বিধায়কের স্বামী ও ব্লক সভাপতি। এই অভিযোগ সামনে আসতেই দলের মহিলারা এদিন বিধায়কের স্বামী নকুল রায়কে দেখতে পেয়ে তার ওপর চড়াও হন।

 

 

 

 

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...