Thursday, August 28, 2025

জঙ্গিপুরে বো.মা ফেটে জ.খম পাঁচ শিশু, রাজ্যের কাছে রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

Date:

পঞ্চায়েত নির্বাচনের(Panchayat election) প্রাক্কালে মুর্শিদাবাদের জঙ্গিপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছিল পাঁচ শিশু। এই ঘটনায় এবার রাজ্যের মুখ্য সচিবের(chief secretary) কাছে রিপোর্ট চাইলো কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। শুধু তাই নয় ওই অঞ্চল পরিদর্শনের অনুমতি চেয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। জানা গিয়েছে, খোলা জায়গায় বোমা এল কীভাবে? এই ঘটনার নেপথ্যে কারা? এ বিষয়ে তথ্য অনুসন্ধান করতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম জঙ্গিপুর আসতে চায়। তবে যেহেতু পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া চলছে তাই বিধি-নিষেধ রয়েছে। অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।

উল্লেখ্য, গত ১৯ জুন অর্থাৎ সোমবার ঘটনাটি ঘটে ফরাক্কার উত্তর ইমাম নগরের মাঠপাড়া এলাকায়। অভিযোগ, খোলা জায়গায় পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে যায় শিশুরা। তখনই হয় বিস্ফোরণ। বোমার আঘাতে মারাত্মকভাবে জখম হয় পাঁচ শিশু। সকাল এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় আরিয়ান শেখ (৮), দাউদ শেখ (১০), আসাদুল শেখ (৭), সুভান শেখ (১১), ইমরান শেখ (৯)। প্রত্যেকেই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা করা হয়। এই ঘটনাতেই এবার মুখ্য সচিবের কাছে জবাব তলব কমিশন।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version