Saturday, May 3, 2025

সব জল্পনার অবসান। চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ী ম্যানচেস্টার সিটির অধিনায়ক জার্মান মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিচ্ছেন। চলতি মাসেই তাঁর সঙ্গে ম্যান সিটির চুক্তি শেষ হচ্ছে। আর তার পরেই ফ্রি বা মুক্ত খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি।
২০১৬ সালে পেপ গুয়ার্দিওয়ালা ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড থেকে গুন্দোয়ানকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছিলেন। যদিও শুরুর দিকে চোট-আঘাত তাকে ভালই ভুগিয়েছে।ফলে ক্লাবের হয়ে তেমন অবদান রাখতে পারেনি। কিন্ত গত কয়েক বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন জার্মান মিডফিল্ডার। ম্যান সিটিতে কার্যত স্বর্ণযুগ কাটিয়েছেন গুন্দোয়ান। মোট ১৪টি ট্রফি জিতেছেন। তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জিতেছেন পাঁচ বার। সদ্য সমাপ্ত মরসুমে দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছিলেন। একাধিকবার দলের পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছেন।
প্রসঙ্গত,সিটির জার্সি গায়ে গত সাত বছরে খেলেছেন ৩০০ ম্যাচ। গোল করেছেন ৬০টি। গত দুই মরসুমে সিটির নজরকাড়া সাফল্যের পিছনে দুর্দান্ত অবদান রেখেছিলেন জার্মান মিডফিল্ডার।অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে চলতি মরসুম ম্যান সিটিতে গুন্দোয়ানের শেষ বছর। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
দীর্ঘ ১৮ বছর বাদে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি সের্হিও বুটসকেট। তাঁর জায়গাতে গুন্দোয়ানকে নিচ্ছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। জার্মান মিডফিল্ডারের সঙ্গে স্প্যানিশ ক্লাবটির তিন বছরের চুক্তি হচ্ছে। ইদানিং খারাপ সময় যাচ্ছে বার্সেলোনার।এখন দেখার, গুন্দোয়ানের যোগ দেওয়ার পরে স্প্যানিশ ক্লাবটির ভাগ্য বদলায় কিনা।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version