Wednesday, December 3, 2025

ঢালাও বদলি রেলে: গাফিলতি না থাকলে কেন এই পদক্ষেপ? প্রশ্ন কুণালের, খোঁচা শুভেন্দুকেও

Date:

Share post:

করমন্ডল এক্সপ্রেসে(kadmandal express) ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যু মিছিলের পর দুই আধিকারিকের কথোপকথন প্রকাশ্যে এনেছিল তৃণমূল(TMC)। যেখানে দুর্ঘটনার কারণ হিসেবে অন্তর্ঘাতকেই দায়ী করেছিলেন দুই শীর্ষ অধিকারীক। প্রকাশ্য এসেছিল রেলের গাফিলতির কথা। যদিও সরকারিভাবে দায় স্বীকার আজও করেনি মোদি সরকার। সিবিআইয়ের(CBI) হাতে তদন্ত সঁপে দিয়ে ঝেড়ে ফেলা হয়েছে দায়। এরই মাঝে বৃহস্পতিবার বড়সড় রদবদল হলো রেলে। সেই তথ্য প্রকাশ্যে এনে প্রশ্ন ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। জানালেন, নিজেদের গাফিলতি না থাকলে এত বড় বদলি কেন? একইসঙ্গে অডিও ক্লিপ ফাঁস নিয়ে শুভেন্দুর যা বলেছিলেন, তার কতদূর এগোলো জানতে চেয়ে কটাক্ষ করলেন কুণাল।

জয়পুর, কলকাতা, প্রয়াগরাজ, গুয়াহাটির একাধিক শীর্ষ পদাধিকারীককে বৃহস্পতিবার বদলির নোটিশ দিয়েছে ভারতীয় রেল। আর সেই নোটিসের কপি টুইটারে তুলে ধরে রেলের দিকে আঙুল তুলে কুণাল ঘোষ লেখেন, “বালেশ্বরের বাহানাগা বাজারে তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ও মৃত্যুমিছিলের পর আজ আচমকা রেলে ঢালাও বদলি। যদি নিজেদের গাফিলতি না থাকবে, তাহলে এতবড় বদলি কেন?” এর পাশাপাশি রেল দুর্ঘটনার পর দুই আধিকারিকের কথোপকথনের রেকর্ড প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ। যেখানে পরিষ্কারভাবে রেলের আধিকারিককে বলতে শোনা যায়, এই ঘটনা কোনোভাবেই যান্ত্রিক ত্রুটির জন্য নয়। পুরোপুরি গাফিলতির জন্য ঘটেছে।

সেই অডিও ক্লিপ প্রকাশ্যে আনার জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ওড়িশায় দুর্ঘটনাস্থলে গিয়ে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল কীভাবে দুই আধিকারিকের কথোপকথন প্রকাশ্যে এলো তার তদন্ত হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগও তুলেছিলেন শুভেন্দু। সে প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে কুণাল লেখেন, “Hello গদ্দার, কেন্দ্রের সার্কুলার আমাদের কাছেও আসে। অডিও ক্লিপ ফাঁস নিয়ে যে এত হুমকি আর কাঠি দিলে, তার কিছু এগলো?”

spot_img

Related articles

বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থে বিশেষ প্রকল্পের কথা স্মরণ মুখ্যমন্ত্রীর

প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস(International Day of Persons with Disabilities) হিসেবে পালিত হয়। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯২ সাল...

‘স্মৃতি’ হারিয়ে ভক্তিপথে পলাশ! প্রেমানন্দজী মহারাজের আশ্রমে হাজির বলিউড সুরকার

ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানের (Smriti Mandhana) সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিয়ের...

ভাঙন রোধে মোদি সরকার কিছু করেনি, ২০০ কোটি টাকা দিয়েছে রাজ্য: মালদহে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

মালদহ ও মুর্শিদাবাদের প্রধান সমস্যা গঙ্গা-ভাঙন। কিন্তু সেই ভাঙন (Erosion) রোধে কিছুই করেনি কেন্দ্রে বিজেপি (BJP) সরকার। বুধবার...

বকেয়া টাকা মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, খতিয়ান তুলে কেন্দ্রকে তোপ দোলার 

১০০ দিনের কাজ গ্রামীন আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর...