পঞ্চায়েত প্রধানকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল মাওবাদীদের(Maoist) বিরুদ্ধে। বুধবার মৃত পঞ্চায়েত প্রধানের দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, ওই পঞ্চায়েত প্রধান বিজেপির(BJP) দলের সদস্য। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে মাওবাদী পোস্টার। পাশাপাশি হত্যার পর এলাকার একাধিক জায়গায় পোস্টার দিয়েছে মাওবাদী নেতারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫২ বছর বয়সী মৃত ওই ব্যক্তি নামর কাকা অর্জুন। তিনি ছত্তিশগড়ের(Chhattisgarh) বিজাপুরের ইলমিড়ি কাসারামপাড়া গ্রামের বাসিন্দা। মৃতের পরিবার জানিয়েছে, কেউ বা কারা ডেকে পাঠিয়েছিল অর্জুনকে। সকাল ১০টা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে চেপে জঙ্গলের পথে রওনা দেন তিনি। জঙ্গলের কাছে স্ত্রীকে আটকে রাখা হয়। অর্জুনকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। স্ত্রী দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও ফিরে আসেননি। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে মাওবাদীদের লোকাল কমিটির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পাশাপাশি এই নিয়ে গত এক বছরে ছত্তিশগড়ে চারজন বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা।