Sunday, November 16, 2025

ফের নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, কুণালের হাত ধরে তৃণমূলে যোগ একাধিক নেতা-কর্মীর

Date:

পঞ্চায়েতের নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে (Nandigram) বিজেপিতে নামল ধস। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের(Kunal Ghosh) হাত ধরে তৃণমূলে(TMC) যোগ দিলেন বিজেপির(BJP) স্থানীয় কয়েকজন যুব মোর্চা ও মণ্ডল নেতা। এদিন নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় এই যোগদান কর্মসূচি। বিজেপি ছেড়ে আসা নেতৃত্বদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন কুণাল ঘোষ। যোগদান কর্মসূচিতে কুনালের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।

এই যোগদান কর্মসূচিতে এলাকার বিশিষ্ট কীর্তন শিল্পী সুকুমার কীর্তনিয়া এদিন তাঁর পুরো দল নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এছাড়া যুব মোর্চার দুই নেতা রামপদ দেবনাথ ও সুব্রত দেবনাথও একই সঙ্গে বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিলেন। এদের সঙ্গে এলাকার শিক্ষক ও শিক্ষাবিদ গোকুল মান্নাও তৃণমূলে যোগ দিলেন। পাশাপাশি ১৮ নম্বর পঞ্চায়েত সমিতিতে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়া শেখ মনসুর আলি এদিন নেতৃবৃন্দের উপস্থিতিতে তৃণমূলের সমর্থনে তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। দলের অনুগত কর্মী হিসেবে ফের কাজ করার অঙ্গীকার করেন তিনি। তবে মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা পেরিয়ে যাওয়ায় তাঁর নাম নির্দল হিসেবে ব্যালটে থাকছে। শীঘ্রই তিনি তাঁর প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত জনগণকে জানিয়ে দেবেন।

এছাড়া সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ জানান, নবজোয়ার যাত্রায় দুপুরের চড়া রোদে ২০ কিলোমিটার পায়ে হেঁটে নন্দীগ্রামে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পদযাত্রার অনুকরণ করতে গিয়ে মুখ পুড়েছে গদ্দার অধিকারীর। বুধবার নন্দীগ্রামের বাইরে থেকে লোকজন জুটিয়ে নন্দীগ্রামে মাত্র ২ কিলোমিটার পদযাত্রা করে গদ্দার অধিকারী। কিন্তু নন্দীগ্রামবাসী তাঁকে প্রত্যাখ্যান করে তৃণমূলের পাশে থাকার অঙ্গীকার করেছেন। সেই বার্তা দিতেই আগামী ২৫ জুন নন্দীগ্রামে বিরাট পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। এই পদযাত্রায় হরিপুর, ভেকুটিয়া ও নন্দীগ্রাম এই তিন এলাকার মানুষ অংশ নেবেন। একই সঙ্গে আগামী কয়েকদিন ধরে নন্দীগ্রামে নিবিড় জনসংযোগ করবেন তৃণমূল নেতৃত্ব।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version