Thursday, November 13, 2025

ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে মোদির সফরের মাঝেই সরব ওবামা

Date:

মার্কিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এই সফরে খোশ মেজাজে দেখা গিয়েছে দুই রাষ্ট্রপ্রধান মোদি ও বাইডেনকে। তবে মার্কিন সরকারের তরফে ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনায় ত্রুটি না থাকলেও পদে পদে অস্বস্তিতে পড়তে হচ্ছে মোদিকে। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে তুললেন বাইডেনের পূর্বসুরি বারাক ওবামা(Barak Obama)। তিনি জানালেন, সংখ্যালঘু মুসলিমদের রক্ষা করা নিয়ে সচেতন হতে হবে হিন্দুপ্রধান ভারতের সরকারকে। তা না হলে যেকোনও দিন ভেঙে পড়তে পারে ভারত(India)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চলাকালীন এক সাক্ষাতকারে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “মোদিকে আমি খুব ভাল করে চিনি। এখন যদি তাঁর সঙ্গে কথা হয়, তাহলে ভারতের সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে আলোচনা করবই। এখন যদি সরকার তাঁদের অধিকার রক্ষা না করে তাহলে যেকোনোও সময়ে ভারতে ভাঙন ধরতে পারে। দেশের মধ্যে এইরকম বিভেদ হলে তার ফল কী হতে পারে তা সকলেই আন্দাজ করতে পারেন। ভারতের জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে সংখ্যালঘুদের অধিকার বজায় রাখতেই হবে।” ওবামার এহেন মন্তব্যকে হাতিয়ার করে মোদি বিরোধিতায় সরব হয়ে উঠেছে কংগ্রেস। ওবামার সেই বক্তব্য তুলে ধরে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, “মোদির বন্ধু বারাকের একটি বিশেষ বার্তা আছে। তাহলে কি ধরে নেব আন্তর্জাতিক মহলও মোদিজীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? ভক্তরা তো নিশ্চয়ই সেটাই দাবি করবে।”

এদিকে মোদির আমেরিকা সফরে বার বার ভারতের প্রধানমন্ত্রীর অস্বস্তি বাড়িয়েছে ভারতের মানবাধিকার প্রশ্ন। মার্কিন সেনেট ও কংগ্রেসের সদস্যদের ৭৫ জন মিলে ভারতের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে বাইডেনকে চিঠি দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসেও মুসলিমদের বিরোধিতার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। মুসলিম-সহ ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে মোদির বক্তৃতা বয়কট করেছেন মার্কিন কংগ্রেসে দুই মুসলিম মহিলা প্রতিনিধি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version