মুর্শিদাবাদের বহরমপুরে অ্যাপোলো ক্লিনিকের সাথে ‘কর্ণ’র যৌথ উদ্যোগে ডেনমার্কের অন্যতম নামী কোম্পানি WIDEX-এর এক্সক্লুসিভ সেন্টারের উদ্বোধন হল।
এই প্রথম নয়, ২০২০ সাল থেকেই সংস্থা বহরমপুরে সুনামের সঙ্গে পরিষেবা দিচ্ছে।সিগনিয়া ভারতবর্ষের প্রধান এবং প্রথম হিয়ারিং এডস ব্র্যান্ড, তার বেস্ট সাউন্ড সেন্টার ইতিমধ্যেই সংস্থার আছে।