এশিয়া কাপ নিয়ে সমস্যার সমাধান হলেও, নতুন জট তৈরি হয়েছে একদিনের বিশ্বকাপকে নিয়ে। চলতি বছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে আগেই জানিয়েছে। সেই মতো পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ খেলার বিষয়ে হাইব্রিড মডেল পেশ করে। সেই মডেলে রাজি হয় বিসিসিআই। পাকিস্তানে হবে চারটি ম্যাচ এবং বাকি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। আর এবার ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপ নিয়ে নতুন করে তৈরি হল জট। সূত্রের খবর, সরকারি অনুমতি না পেলে বাবর আজমদের ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাতে পারবে না পিসিবি। এমনটাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে পিসিবি। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে গোটা বিষয়টি নির্ভর করছে তিনটি মন্ত্রকের উপর। অর্থাৎ বিদেশ মন্ত্রক, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। জানা যাচ্ছে, পাক বিদেশমন্ত্রক নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার অনুমতি দেবে না।

পাকিস্তানের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখার কাজ চলছে। সম্ভাব্য সমস্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। জানা যাচ্ছে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনীতি, ভারতের রাজনৈতিক পরিস্থিতি, ক্রিকেটারদের নিরাপত্তা— এই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের আধিকারিকেরা।

এই নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “আমাদের অবস্থান খুব পরিষ্কার। শুধু ক্রিকেট নয়, যে কোনও খেলার সঙ্গেই রাজনীতিকে যুক্ত করার বিরোধী আমরা। পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দলের খেলতে না আসার সিদ্ধান্ত হতাশাজনক। একদিনের বিশ্বকাপে আমাদের দলের অংশগ্রহণ নিয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়। বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে সম্পর্কিত সমস্ত দিক আমরা পর্যবেক্ষণ করছি। খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ক্রিকেটারদের নিরাপত্তা। সময় মতো আমাদের মতামত পিসিবিকে জানিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন:আগামিকাল থেকে শুরু কলকাতা লিগ, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক : সূত্র
