Thursday, August 21, 2025

নির্দলদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অভিষেকের নির্দেশে সাসপেন্ড ৫৬ তৃণমূল নেতা

Date:

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বিরুদ্ধে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়েছিলেন মনোনয়ন প্রত্যাহার না করলে কড়া পদক্ষেপ নেবে দল। সেইমতো অভিষেকের নির্দেশে এবার ৫৬ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড(Suspend) করতে চলেছে দল। দলের জেলা সভাপতিরা(District President) জানিয়ে দেবেন জেলায় কাদের কাদের বিরুদ্ধে দল পদক্ষেপ নেবে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে দাঁড়ানোয় সবচেয়ে বেশি সংখ্যাটা নদিয়া জেলায়। দলের নির্দেশ না মানায় ২১ জন্যকে সাসপেন্ড করা হচ্ছে এই জেলায়। এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুর। সেই জেলার ১৭ জন নেতাকে সাসপেন্ড করা হতে পারে বলে খবর। বাকিরা অন্যান্য জেলার তৃণমূল সদস্য।

উল্লেখ্য, সাধারণ মানুষের ভোটে বেছে নেওয়া প্রার্থীকে দলের কেউ মেনে না নিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, প্রার্থী না হতে পেরে যাঁরা নির্দল হয়ে লড়বেন, তাঁদের আর কখনই দলে নেওয়া হবে না। তাঁর সেই হুঁশিয়ারি যে স্রেফ কথার কথা ছিল না, তা এবার হাতেনাতে প্রমাণ হয়ে গেল। একলপ্তে ৫৬ নেতাকে সাসপেন্ড করছে তৃণমূল।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version