স.ন্দেহের বশে বিষ্ণুপুরে জোড়া খু.ন! উধাও অভি.যুক্ত প্রাক্তন

পরিবারের সদস্যরা এলাকার সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন। এরপর খবর পেয়ে পুলিশ তল্লা*শি চালিয়ে এলাকার পুকুর থেকে উ*দ্ধার করে পূর্ণিমার দেহ।

0
1

বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ নিখোঁজ ছিলেন ৫৪ বছরের পূর্ণিমা নস্কর (Purnima Naskar)। শুক্রবার সকালে পুকুর থেকে একটি মৃতদেহ উদ্ধার হয় এবং সন্ধ্যায় ওই পুকুর থেকে কলেজ ছাত্রী চুমকি নস্করের (১৯) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহ তরুণীর প্রেমিকের দিকে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার (Bishnupur Police)হাটখোলা নুর্সিরদারচক গ্রামে।

মৃতার পরিবার বলছে, পাশের পাড়ার সৌরভ মন্ডলের (Saurav Mondal)সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল চুমকির। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না সৌরভ। এরপর সম্পর্ক ভেঙে যায়। স্থানীয়রা বলছেন, এরপর অন্য এক ছেলের সঙ্গেই বন্ধুত্ব গড়ে ওঠে চুমকির (Chumki Naskar)। সেখান থেকেই সন্দেহ বাড়ে সৌরভের বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান পূর্ণিমা। বেপাত্তা ছিলেন বছর উনিশের চুমকিও। পরিবারের সদস্যরা এলাকার সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন। এরপর খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে এলাকার পুকুর থেকে উদ্ধার করে পূর্ণিমার দেহ। সন্ধ্যায় সেই পুকুর থেকেই উদ্ধার হয় চুমকির দেহ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে চুমকিকে ডেকে পাঠান সৌরভ। বাড়ির বাইরে আসতেই তাঁকে খুন করা হয় এবং জেঠিমা সবটা দেখে ফেলায় তাঁকেও মেরে ফেলেন অভিযুক্ত। ঘটনার পর থেকে পলাতক সৌরভ ও তাঁর পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ জানতে পারে, মাথায় আঘাতের কারণেই জোড়া মৃত্যু।