Tuesday, August 26, 2025

একই পরিবারের দুই প্রার্থী! পঞ্চায়েতের ময়দানে শাশুড়ি-বৌমার জোর টক্কর

Date:

একই পরিবার থেকে দু’দলের দুই প্রার্থী। শাশুড়ি সিপিএম (CPIM) প্রার্থী আর বৌমা লড়ছেন বিজেপির (BJP) হয়ে। পান্ডুয়ার (Pandua) পোঁটবা গ্রামে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) রীতিমতো জমে উঠেছে শাশুড়ি বৌমার লড়াই। তবে দুজনেই তাঁদের জেতার বিষয়ে আশাবাদী। আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব শেষ হতেই এলাকায় এলাকায় জোরকদমে শুরু হয়ে গেছে ভোটের প্রচার (Campaign)। পান্ডুয়ার সিমলাগর ভিটাশিন গ্রাম পঞ্চায়েতের পোঁটবা গ্রামের ১১০ নম্বর বুথে বিজেপি প্রার্থী সোনালী মান্ডি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর কাকি শাশুড়ি সিপিএম প্রার্থী লক্ষ্মী রানী মান্ডি সঙ্গে।

ঘরের এই রাজনৈতিক লড়াইয়ে কে জয়ী হবে? এই নিয়ে বাড়ছে উত্তেজনা। পোঁটবার ১১০ নম্বর বুথে আলাদা আলাদাভাবে প্রচার সারতে দেখা গেল দুই প্রার্থীকেই। তবে শনিবার বিজেপি প্রার্থী সোনালী মান্ডিকে (Sonali Mandi) ভোট প্রচারে বেরিয়ে শাশুড়ি সিপিআইএম প্রার্থী লক্ষী রানী মান্ডির (Laxmi Rani Mandi) পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল।

সোনালী মাণ্ডি বলেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারিবারিকভাবে আমাদের সম্পর্ক ভালো। আমি ওনার কাছে আশীর্বাদ চেয়েছি উনি আশীর্বাদ করেছেন। আমি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। কাকি শাশুড়ি লক্ষ্মী রানী মান্ডি বলেন, বৌমা বৌমার মতন লড়বে আমি আমার মতো লড়বো। তবে নিজে জয়ী হলেই তিনি বেশি খুশি হবেন এমনটাই জানালেন লক্ষী মান্ডি। আর এবারের পঞ্চায়েত নির্বাচনে শাশুড়ি বৌমার লড়াই এক অন্য মাত্রা পেয়েছে। তবে রাজনীতির জগতকে কোনওভাবেই ঘরের ভিতরে আনতে নারাজ দুই প্রার্থী। তাঁরা দুজনেই চান যেই জিতুক সেটা শান্তিতেই হোক।

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version