Sunday, May 4, 2025

‘কে তুমি মোনালিসা’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

” মোনালিসা ইউরোপের প্রথম রমণী — পুরুষের কাণ্ড দেখে হাসে । ”

মোনালিসার মুখে মৃদু মধুর হাসি ?
না না , ওটা তো মুচকি হাসি বিদ্রুপের । সত্যিই কি হাসছে সে ? ছবির কারসাজি নয় তো , ওই যাকে বলে অপটিক্যাল ইলিউশন ! ভ্রু-পল্লবে ডাক দিলে কীভাবে দেখা হবে চন্দনের বনে ? মোনালিসা তো ভ্রু-পল্লবহীন ! সে কি গর্ভবতী ? তার হাসিতে কি কোনো বিষাদ লুকোনো ? ওকে দেখলে তুমুল আনন্দেও একবুক বিপন্নতা জাগে কেন ? মোনালিসার ছবি সম্পূর্ণ করতে গিয়ে সত্যিই কি একবার মূর্ছা গিয়েছিলেন লিওনার্দো ? মোনালিসায় মত্ত হয়ে কেন আত্মহত্যা করেন এক শিল্পী ?
উত্তর ঘুমিয়ে পড়ে । কিন্তু প্রশ্ন জেগে থাকে , জাগায় , জাগিয়ে রাখে ।

” মোনালিসা , যদি ফিরিয়ে দাও , ব্যর্থ হয়ে যাবে জীবন , তবুও তোমায় নিয়ে কবিতা লেখে বুড়ো নির্মলেন্দু গুণ । ”

লিওনার্দো দা ভিঞ্চির আঁকা পোর্ট্রেট ‘ মোনালিসা ‘ সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত চিত্রকর্ম । সবচেয়ে দামি । রহস্যে ভরা ছবি । মোনালিসার ঠোঁট আঁকতেই ১২ বছর সময় নিয়েছিলেন ভিঞ্চি । ছবি সম্পূর্ণ করতে সময় লাগে ১৪ বছরের বেশি । এই ছবির সামনে দাঁড়ালে আজও ঘোর লাগে শিল্পমগ্ন দর্শকদের । পাঁচশো বছর বয়সী মোনালিসার প্রেমে পড়ে প্রজন্মের পর প্রজন্ম । ছবির ওপর হামলা হয় অনেকবার । ছবি চুরিও যায় । চোর ধরাও পড়ে । ছবি আবার যথাস্থানে আসে । অদ্ভুত জাদু এই ছবিটি ঘিরে । দূর থেকে দেখলে মনে হয় মোনালিসা হাসছে । কাছে যেতেই নাকি হাসি মিলিয়ে যায় । আরোও কত রহস্য । পাঁচশো বছর আগে তৈরি এই পোর্ট্রেট দেখতে আজও হাজার হাজার মানুষ আসেন ফ্রান্সের ল্যুভ মিউজিয়ামে ।

” তোমার নাম লেখা কবিতার খাতা থেকে বাজারের ফর্দ ,
তবুও তোমাকে আঁকে বজ্জাত
দ্য ভিঞ্চি লিওনার্দো । ”

অনেকেই বলেন লিওনার্দোর মোনালিসা আসলে ফ্লোরেন্সের একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরারদিনির প্রোট্রেট । আবার অনেকেই আছেন যাঁরা বিশ্বাস করেন এই নারী অন্য কেউ । বেশিরভাগ গবেষক বিশ্বাস করেন ১৫০৩ থেকে ১৫১৭ সাল পর্যন্ত মোনালিসা নিয়ে কাজ করেন ভিঞ্চি । ছবিটি আঁকতে শুরু করেন ইতালির ফ্লোরেন্সে । এরপর ফ্রান্সের রাজার আমন্ত্রণে ছবিটি নিয়ে লিও হাজির হন ফ্রান্সে ।

‘ লিওনার্দো দি সের পিয়েরো দ্য ভিঞ্চি ‘ লিওনার্দোর পুরো নাম । জন্ম ইতালিতে ১৫ এপ্রিল ১৪৫২ সালে । চিত্রশিল্প নিয়ে উচ্চশিক্ষার জন্য প্যারিসে যান লিও । সেখানে গুরু এন্ড্রিও ডেল ভেরুচ্চির কাছে শেখেন নিখুঁত চিত্রকলার সৃজনকর্ম ও শিল্পের চূড়ান্ত উৎকর্ষতার দুরুহ বিদ্যা । মনে করা হয় মোনালিসা ছবিটি আঁকা হয় মোনালিসার দ্বিতীয় সন্তানের জন্মের সময় ।

কে মোনালিসা ? লিওনার্দোর মা ? বান্ধবী ? কোনো প্রেমিকা ? পরস্ত্রী ? কেউ কেউ বলেন মোনালিসা লিওনার্দোর নিজেরই নারী অবয়ব অথবা কল্পনার নারী । পাঁচশো বছর ধরে জেগে আছে এইসব প্রশ্নমালা । উত্তরহীন । সমাধানহীন । আছে একরাশ বিতর্ক ও অসংখ্য ভিন্নমত ।

পাইন কাঠের টুকরোর ওপর অঙ্কিত মোনালিসা ছবিটির মূল্য ৮৩০,০০০,০০০ মিলিয়ন ডলার ! রহস্যে মোড়া এই ছবিটি এক এক দিক থেকে দেখতে এক এক রকম লাগে । অপরূপ স্নিগ্ধ সৌন্দর্য । চাপা হাসি । তির্যক চাহনি । মোনালিসা যেন এক আশ্চর্য ধাঁধার গোপন চাবিকাঠি ।‌ঠিকঠাক রহস্যভেদ হলেই হয়তো খুলে যাবে অজানা এক জগতের দরজা । যেন ছবি আঁকার ছলে পৃথিবীর দিকে একের পর এক সঙ্কেতের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন লিওনার্দো । সে এমনই চ্যালেঞ্জ , যার গোলকধাঁধায় আজও হাবুডুবু খাচ্ছেন বিশ্বের তাবৎ শিল্পরসিক ।

” ফিরে এসো অনুরাধা ,
ভেঙে দিয়ে সব বাধা ,
প্রিয়তমা মোনালিসা ,
তুমি আমার ভালোবাসা । ”

ইতালিয় ভাষায় ‘ মোনা লিসা ‘ কথাটির অর্থ ‘ মাই লেডি ‘ । ১৮৫২ সালের ২৩ জুন লুইমাসফেরো নামে এক ফরাসি তরুণ শিল্পী প্যারিসে এক বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন । তাঁর সুইসাইড নোটে তিনি লিখে রেখে যান , ” আমার মৃত্যুর জন্য দায়ী মোনালিসার হাসি । ”

মোনালিসাকে গড়ে তোলার বছরগুলোতে লিওনার্দো রাত কাটাতেন তাঁর স্টুডিওর কাছে এক হাসপাতালে ।‌ সেখানে তিনি মানুষের ত্বক , পেশী ও স্নায়ু নিয়ে গবেষণা করতেন । এরই প্রভাব সম্ভবত পড়েছে মোনালিসার হাসির ওপর । হাসির সময় পেশীর নিয়ন্ত্রণ , নড়াচড়ার সুক্ষ্ম রসায়ন এই ছবির অবয়বে ফুটে উঠেছে বলে মনে করা হয় । দেশকাল সময়ের সীমা অতিক্রম করে আজও ভীষণভাবে জীবন্ত লিওনার্দোর অনবদ্য সৃষ্টি মোনালিসা । অবিস্মরণীয় । অমর শিল্পকলা ।‌

মহাজগতের কোনো অজানা রহস্যের সন্ধান কি পেয়েছিলেন লিওনার্দো ? তাঁর এই সৃষ্টি যেন অপার্থিব ।
দীর্ঘজীবী হোক মোনালিসার অপার রহস্যময় আবেদন । আত্মতৃপ্তি ও আত্মহননের মাঝে আবহমান মোনালিসায় আবিষ্ট থাকুন পৃথিবীর সর্বকালের সমস্ত শিল্পরসিক ।
সকলের চোখে থাকুক মুগ্ধ বিস্ময়ের মায়াকাজল , আর বুকে থাকুক অন্তহীন প্রেম ।

আরও পড়ুন- রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ফের তলব রাজ্যপালের

spot_img
spot_img

Related articles

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...