১০০ বছরেও বামেরা ফিরবে না বাংলায়: মমতার ভূয়সী প্রশংসা করে মন্তব্য ম্যাথুর

বামেরা ১০০ বছরেও ফিরবে না বাংলায়। আর এই সাফল্য তৃণমূল সুপ্রিমো ও তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একথা কোনও তৃণমূল নেতা নয়, নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন ‘তেহেলকা’র প্রাক্তন কর্তা ম্যাথু স্যামুয়েল।

মমতা বন্দ্যোপাধ‌্যায়ের ভূয়সী প্রশংসা করে ম্যাথু লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের সঙ্গে নানা বিষয় নিয়ে আমার মতান্তর থাকতে পারে। কিন্তু তাঁর একটা অভাবনীয় কৃতিত্ব হল সাফল্যের সঙ্গে বামেদের ওই রাজ‌্য থেকে উৎখাত করে দিয়েছেন। তারা পুরোপুরি মুছে গিয়েছে। দেখে মনে হচ্ছে আগামী ১০০ বছরেও তারা ফিরতে পারবে না। তাদের কর্মী-সমর্থকরাও বাংলার সীমানা ছেড়ে চলে গিয়েছে।”

এই ম্যাথু স্যামুয়েলের নারদ স্টিং অপারেশনে ২০১৬ এর নির্বাচনের আগে বাংলায় ঝড় তুলেছিল। অনেকে ভেবেছিলেন এর প্রভাব ইভিএমে পড়বে এবং তৃণমূলের ভোট বাক্সে ধাক্কা লাগবে। কিন্তু তার কিছুই হয়নি। এবার পঞ্চায়েত ভোটের আগে আবার অন্য সুর স্যামুয়ালের মুখে। নিজের পোস্টে তিনি লিখেছেন, “এমনকী, কেরালের মতো বাংলাতেও এক সময় নানা ছোট ছোট জায়গা যেখানে বাম-গড় বলে মনে করা হত, সেখানেও এখন আর তাদের অস্তিত্ব নেই।”

এই পোস্টেই ম‌্যাথু দাবি করেছেন, এ রাজ্যে বাম আমলের পরবর্তী সময় একাধিকবার তিনি এসেছেন। নানা মানুষের সঙ্গে মিশেছেন। কিন্তু কাউকেই তিনি পাননি, যিনি নিজেকে বাম কর্মী-সমর্থক বলে দাবি করেননি। ম‌্যাথুর মতে, “স্বাভাবিকভাবেই এটা বলা যায় যে, বামেরা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে”।পঞ্চায়েত ভোটের মুখে ম‌্যাথুর এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- বাড়তে পারে পঞ্চায়েত নির্বাচনের দফা! রাজ্যপালকে কী জানালেন রাজীব