Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে দাপটে শুরু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার-এর। লিগের উদ্বোধনী ম্যাচে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারাল কিবু ভিকুনার দল।

২) দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। অনিরুধ থাপার সইয়ের পর এবার মোহনবাগানে সই করে ফেললেন আর্মান্দো সাদিকু। আলবেনিয়ান এই স্ট্রাইকারকে দুই বছরের চুক্তিতে সই করাল সবুজ মেরুন ক্লাব।

৩) মোহনবাগানে সই করে সাদিকু বলেন, স্পেনে ভারতীয় ফুটবল সম্পর্কে এখন ভাল ধারণা তৈরি হয়েছে। স্পেন থেকে যে ফুটবলাররা ভারতে খেলতে এসেছেন, তারা ফিরে গিয়ে যথেষ্ট উচ্চ ধারণা পোষণ করেছেন ভারতের লিগ সম্পর্কে।

৪) পিএসজি কেন ছাড়লেন তা নিয়ে মুখ খুললেন আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে এবার মুখ খুললেন লিও। বললেন, প্যারিসের জনসাধারণের একটি অংশ আমার সঙ্গে অন্যরকম আচরণ শুরু করে।

৫) জায়গা হয়নি ভারতীয় দলে, সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের বিশেষ বার্তা সরফারাজ খানের।সরফারাজের ভারতীয় দলে সুযোগ না হওয়া নিয়ে ক্ষুব্ধ সুনীল গাভাস্করও। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, গত তিন মরশুম ধরে ১০০ গড়ে রান করেছে সরফারাজ।

আরও পড়ুন:জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু ডায়মন্ড হারবার এফসির

 

 

Previous articleপঞ্চায়েতের প্রচারে বেরিয়ে ভোটারকে মা.রধর করে গ্রে.ফতার বিজেপি প্রার্থী
Next articleমুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের মাঝেই দিনহাটায় তৃণমূল প্রার্থীর উপর হা.মলা! অভিযুক্ত বিজেপি