শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের স্ত্রী এবং শ্যালককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সোমবার দুপুরে সিবিআই দফতরে হাজিরা দিলেন তারা। ‘বিতর্কিত’ চিঠি মামলার তদন্তে তাদের তলব করেছিল সিবিআই। পেয়ে সোমবার নিজাম প্যালেসে যান কুন্তল-পত্নী, জয়শ্রী এবং তাঁর শ্যালক। এই দিনই প্রেসিডেন্সি সংশোধানাগারের চিকিৎসক পিকে ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, চিঠির বিষয়ে পরিবারের সদস্যদের কুন্তল আগে কিছু জানিয়েছিলেন কি না, তা জানতেই তাঁর স্ত্রী এবং শ্যালককে তলব করা হয়েছিল।যদিও সিবিআইয়ের প্রশ্নের জবাবে তারা স্পষ্ট জানান, এই বিষয়ে তাদের সঙ্গে কখনও কোনও আলোচনাই হয়নি।
রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান কলকাতার হেস্টিংস থানাতেও।