Thursday, August 21, 2025

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! হড়পা বানে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, আটকে বহু পর্যটক

Date:

বর্ষা (Monsoon) শুরু হতে না হতেই ফের বিপত্তি। হড়পা বানে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক জনবসতি। হিমাচল প্রদেশ (Himachal Pradesh), জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir), উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রবল বৃষ্টিপাতের (Heavy Rain) জেরে স্তব্ধ জনজীবন। ইতিমধ্যে পর্যটন স্থানগুলিতে আটকে পড়েছেন বহু মানুষ। প্রাণহানির সংখ্যাও লাফিয়ে বাড়ছে। হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশ। রাজ্যের বাগিপুল এলাকার মান্ডি জেলায় প্রায় ২০০ জন পর্যটক এবং সাধারণ মানুষ আটকে রয়েছেন বলে খবর। বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে। পাহাড়ি এলাকায় একনাগাড়ে চলা বৃষ্টিপাতের জেরে ক্রমশ পিচ্ছিল হচ্ছে রাস্তা। এই অবস্থায় গাড়ি চালাতে বেজায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চালকদের। এদিকে প্রাণের ঝুঁকি নিয়ে চারধামের উদ্দেশে যাত্রা করা পুণ্যার্থীদের জন্যও উদ্বিগ্ন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। ইতিমধ্যেই খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। পুলিশ সূত্রে খবর, মান্ডি জেলার বাগিপুর এলাকার পরাশর লেকে হড়পা বান নেমেছে। পর্যটক এবং স্থানীয় বাসিন্দা সহ মোট ২০০ জন আটকে পড়েছেন। এদিকে মান্ডি পরাশর রোডের বাগ্গি ব্রিজ হড়পা বানে ক্ষতিগ্রস্ত। ওই এলাকাতেই আটকে পড়েছেন বহু মানুষ। ইতিমধ্যাই তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

পাশাপাশি লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে চারমাইল, সাতমাইল এবং পান্ধো-মান্ডি জাতীয় সড়কে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই জাতীয় সড়ক। ফলে যাতায়াত করতে ঘুরপথে যেতে হচ্ছে গাড়িগুলিকে। কুল্লু থেকে আসা গাড়িগুলিকে পান্ধো থেকে চেইল চক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সুন্দরনগর, চণ্ডীগড় থেকে নের চকের দিকে পাঠানো হচ্ছে ছোট গাড়িগুলিকে। এ ছাড়াও ধসের জেরে মান্ডি-কুল্লু রোড কাটোলা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

খারাপ আবহাওয়ার জেরে ব্যহত হয়েছে উদ্ধারকাজও। পাশাপাশি হিমাচলের ক্যাংড়া শহর জলমগ্ন হয়ে পড়েছে। বন্ধ হয়ে পড়েছে মান্ডি-যোগিন্দরনগর রুটও। তবে প্রশাসনের তরফে যারা পথে আটকে পড়েছেন তাঁদের ধৈর্য্য ধরে সেই অঞ্চলেই থাকতে বলার আবেদন জানানো হয়েছে।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version