Wednesday, November 12, 2025

ভুটান জলে ভেসে যায় উত্তরবঙ্গ! জয়েন্ট কমিশন গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

ভুটান থেকে নেমে আসা জলে ভেসে যায় উত্তরবঙ্গ (North Bengal)। সমস্যার সমাধানে ভুটানের সঙ্গে জয়েন্ট কমিশন গঠন করার করার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, কোচবিহারে নির্বাচনী জনসভা সেরে দুপুরে হেলিকপ্টারে জলপাইগুড়ি (Jalpaiguri) মালবাজারে টিয়াবনে নেমে চালসার যুব আবাসে উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা নিয়ে পর্যাবেক্ষণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নদী থেকে অবৈধ বালি তোলা নিয়েও সতর্ক করেন তিনি।

প্রতি বর্ষায় ভুটানের নদী থেকে আসা জলে বন্যা কবলিত হয়ে পরে উত্তরবঙ্গের একাধিক এলাকা। ভোট প্রচারে উত্তরবঙ্গে গিয়েই সেখানকার সমস্যা নিয়ে বৈঠক করেন মুক্যমন্ত্রী। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের সমস্ত জেলার সেচ দফতর, বন দফতরের আধিকারিকেরা। সেখানই মালবাজারের হরপা বান প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বে জলপাইগুড়ির নদীগুলিতে বালি পাথর তোলা হচ্ছে। অবিলম্বে নদীগুলি থেকে বালি পাথর তোলা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর। আধিকারিকদের মাল, চেল, ঘিস-সহ বেশকিছু নদীতে রেড অ্যালার্ট ঘোষণা কথা বলেছেন তিনি।

তবে, ভুটানের নদী নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী। বলেন, প্রতি বর্ষায় ভুটানের জলে নদীগুলি ভরে গিয়ে হরপা বানেও ভুগতে হয় স্থানীয়দের। মোকাবিলা দফতরের ভুটানের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারিকে জয়েন্ট কমিটি করার নির্দেশ দেন মমতা। তাঁর কথায়, “এখানেই জানতে পারলাম ব্রহ্মপুত্র রিভার কমিশন একটি নতুন বিল আনতে চলছে। সেখানে আমাদের ক্ষমতা খর্ব করা হয়েছে। আবার ব্রহ্মপুত্র রিভার কমিশনকে নর্থ ইস্টান রেঞ্জে নিয়ে যাবে, তাতে কোনও আপত্তি নেই, কিন্তু সেখানে কোনও টাকা-পয়সার উল্লেখ নেই। যেহেতু ব্রহ্মপুত্র রিভার কমিশন থেকে আমাদের ক্ষমতা কেড়ে নেবে সেই কারণে এই বিলের বিরোধিতা করছি।“
বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ফরাক্কা ব্যারেজ ড্রেজিং ছাড়াও মুর্শিদাবাদ-মালদহ এলাকার নদীর কাছাকাছি থাকা মানুষদের সরিয়ে ঘরবাড়ি করে দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আত্রেয়ী নদীর অপর পাশে বাংলাদেশ ড্যাম তৈরি করছে। এই নিয়ে বাংলাদেশের সঙ্গেও কথা বলতে হবে বলে জানান মমতা।

কোচবিহারের সভা সেরে সোমবারই জলপাইগুড়ির মেটেলিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ির চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা সভানেত্রী মহুয়া গোপ-সহ জেলার অন্যান্য নেতৃত্ব। বৈঠক সেরে মুখ্যমন্ত্রী সড়ক পথে সোজা চলে যান মেটেলির একটি বেসরকারি হোটেলে। সেখানেই রাত্রি যাপন করবেন তিনি। মঙ্গলবার তাঁর সভা রয়েছে জলপাইগুড়ির ক্রান্তি-তে।

আরও পড়ুন- গো.মাংস নিয়ে যাওয়ার ‘শা.স্তি’! মহারাষ্ট্রে ম.র্মান্তিক পরিণতি যুবকের

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version