Sunday, January 11, 2026

মণিপুরের পরিস্থিতি অত্যন্ত গুরুতর, মোদিকে রিপোর্ট পেশ শাহের

Date:

Share post:

সেনা নামিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হিংসা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে মেইতেই-কুকি জাতিদাঙ্গা। জম্মু ও কাশ্মীরের মতোই সন্ত্রাস দমন অভিযানে স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হচ্ছে জওয়ানদের(Army)। মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) রিপোর্ট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

আমেরিকা এবং ইজিপ্ট সফর থেকে ফেরার পরেই সোমবার নিজের বাসভবনে মণিপুর নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকেই মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার বর্তমান অবস্থা, সরকারের তরফে কি কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী।

উল্লেখ্য, গত ৩ মে থেকে জাতিদাঙ্গায় দগ্ধ মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে সেখানে এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরই মাঝে এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই রাজ্যে মায়ানমার থেকে ঢুকেছে প্রচুর অনুপ্রবেশকারী । সংখ্যাটা প্রায় ২০০০। এই অনুপ্রবেশকারীদের জেরে সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মণিপুর নিয়ে শনিবার সর্বদল বৈঠকের পর রবিবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন শাহ। আলোচনায় রাজ্যের আইনশৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন বীরেন। তারপরই নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরের পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। তাঁর নজরদারিতে হিংসাত্মক ঘটনায় রাশ টানতে সক্ষম হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। ১৩ জুনের পর মণিপুরে আরও কোনও মৃত্যু ঘটেনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মণিপুরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে সমস্ত প্রয়াস করবে কেন্দ্রীয় সরকার।”

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...