Friday, January 30, 2026

অবিলম্বে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করুন! ISF-র মামলায় কমিশনকে নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ভাঙড়ের (Bhangar) আইএসএফ (ISF) প্রার্থীদের মনোনয়ন বাতিল (Nomination Cancelled) সংক্রান্ত মামলায় এবার বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) এজলাসে মামলার শুনানি হয়। আর সেই শুনানিতেই এবার রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত এদিন সাফ জানিয়েছে, আইএসএফের যে ৮২ জন মনোনয়ন জমা দিতে পারেননি, অবিলম্বে তাঁদের মনোনয়ন দেওয়ার বন্দোবস্ত করতে হবে। এ ব্যাপারে আগামী ২৮ জুনের মধ্যে কমিশনকে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

এর আগে মনোনয়ন পর্বের শেষ দিন অর্থাৎ ১৫ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ভাঙড়ের আইএসএফ প্রার্থীদের পুলিশি এসকর্ট করে বিডিও অফিসে পৌঁছে দিতে হবে। পরে আইএসএফ হাইকোর্টের দ্বারস্থ হয়ে জানায়, আদালত নির্দেশ দিয়েছিল তাঁদের প্রার্থীদের পুলিশি নিরাপত্তা দিয়ে মনোনয়ন কেন্দ্রে পৌঁছে দেওয়ার। কিন্তু এরপরও অনেকে পৌঁছেছিলেন, অনেকে বাধার কারণে মনোনয়ন জমা দিতে পারেননি। আর যাঁরা পৌঁছেছিলেন, তাঁদের অনেকেরই মনোনয়ন বাতিল করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর স্ক্রুটিনি ও প্রত্যাহার পর্ব মিটে যাওয়ার পর দেখা যায় ১০ আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সোমবার এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, গণতন্ত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় কখনও নজির হতে পারে না। পাশাপাশি এদিন বিচারপতি প্রশ্ন তোলেন, কীভাবে ওই ৮২ জনের নাম কমিশনের তালিকা থেকে একেবারে উধাও হয়ে গেল তার জবাব কমিশনকে দিতে হবে।

জানা গিয়েছে, ভাঙড়-২ ব্লকের ৮২ জন আইএসএফ প্রার্থীর নাম ২০ জুন পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের তালিকায় ছিল। কিন্তু ওইদিন ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। আর আচমকাই সেদিন রাতে কমিশনের তালিকা থেকে ৮২ জনের নাম উধাও হয়ে যায় বলে অভিযোগ। তাঁদের তালিকা বাতিল হয়ে গিয়েছে বলেই জানায় কমিশন। এরপরই মনোনয়ন বহাল রাখার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

 

 

 

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...