Thursday, August 28, 2025

বঙ্গে বর্ষা আসার বেশ কিছুদিন আগেই বর্ষা ঢুকেছে উত্তর ভারতের দিল্লি, হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ডে এই রাজ্যগুলিতে। দেরিতে প্রবেশ করলেও শুরু হয়েছে বর্ষার ঝোড়ো ব্যাটিং। রবিবার উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে মৃত্যু হল কমপক্ষে দুইজনের।একাধিক জায়গায় বৃষ্টির জেরে ভূমিধস এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে।

আরও পড়ুন:স্বামীর নামে সম্পত্তিতে সমান অধিকার গৃহবধূরও

রবিবার প্রায় সারাদিনই মেঘলা ছিল আকাশ। সেই সঙ্গে তুমুল বর্ষণ সঙ্গী ছিল একাধিক রাজ্যে। বিশেষত উত্তরাখণ্ডে বৃষ্টির পরিমাণ এতটাই ছিল যে তার জন্য বিপর্যস্ত জনজীবন। রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
জানা গেছে,প্রবল বৃষ্টির জেরে রবিবার রুদ্রপ্রয়াগে ধস নামে। পাথরের নীচে চাপা পড়ে যায় তিনটি গাড়ি। ধসে চাপা পড়ে অনিল বিস্ত (৫০) নামক এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর গাড়িটি পাথরের আঘাতে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। বাকি দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, উত্তরাকাশী জেলার পুরোলা তেহশিলে মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় অভিষেক নামক ২০ বছরের এক যুবকের। ভারী বৃষ্টির জেরে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এদিন প্রবল বৃষ্টির রাজ্যের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেখানে দাঁড়িয়ে তিনি গোটা পরিস্থিতির পর্যালোচনা করেন। পাশাপাশি ভারী বর্ষার মধ্যে চার ধাম দর্শনের ক্ষেত্রে পুণ্যার্থীদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ।রবিবার তিনি বলেন, পুণ্যার্থীরা যেন চার ধাম যাত্রা শুরু করার আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস দেখে নেন।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version