Saturday, August 23, 2025

ইদের (Eid) জন্য বসেছিল বিশেষ বাজার। আর সেই বাজারেই এবার চলল হামলা। এবার সিরিয়ায় (Syria) হামলার অভিযোগ উঠল রাশিয়ার (Russia) বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিবের একটি শহরে হামলা চালায় একটি রুশ যুদ্ধবিমান (Fight Jet)। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি হামলার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার এই অঞ্চলটি রয়েছে বিদ্রোহীদের দখলেই। গত কয়েকমাসে রুশ সেনাবাহিনী সেখানে লাগাতার হামলা চালিয়েছে বলে অভিযোগ। আর রবিবারও ফের রুশ হামলার সাক্ষী সিরিয়া।

রবিবার রাশিয়ার সুখোই যুদ্ধবিমান (Sukhoi) জিসর আল-শাগুর নামে একটি ফলের বাজারে হামলা চালায়। তবে শুধু ফলের বাজারই নয়, বাজার ছাড়াও বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে বোমা ফেলে রুশ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে বাজার এলাকা থেকেই কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। যদিও সিরিয়ার তরফে সরকারিভাবে এই ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

তবে এই হামলা প্রসঙ্গে মুখে কুলুপ রাশিয়ার। রবিবার দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে একটি বিবৃতি জারি করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, গত কয়েকদিনে হামা ও লাটাকিয়া প্রদেশে সাধারণ জনতার উপর হামলা হয়েছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তার পালটা দিতেই রুশ বায়ুসেনার সঙ্গে সহযোগিতা করেছে সিরিয়ার সেনা। ইদলিব প্রদেশে সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্রভাণ্ডারও।

 

 

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version