Monday, November 10, 2025

ইদের আগেই হা.মলা সিরিয়ায়! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, মুখে কুলুপ রাশিয়ার

Date:

ইদের (Eid) জন্য বসেছিল বিশেষ বাজার। আর সেই বাজারেই এবার চলল হামলা। এবার সিরিয়ায় (Syria) হামলার অভিযোগ উঠল রাশিয়ার (Russia) বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিবের একটি শহরে হামলা চালায় একটি রুশ যুদ্ধবিমান (Fight Jet)। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি হামলার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার এই অঞ্চলটি রয়েছে বিদ্রোহীদের দখলেই। গত কয়েকমাসে রুশ সেনাবাহিনী সেখানে লাগাতার হামলা চালিয়েছে বলে অভিযোগ। আর রবিবারও ফের রুশ হামলার সাক্ষী সিরিয়া।

রবিবার রাশিয়ার সুখোই যুদ্ধবিমান (Sukhoi) জিসর আল-শাগুর নামে একটি ফলের বাজারে হামলা চালায়। তবে শুধু ফলের বাজারই নয়, বাজার ছাড়াও বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে বোমা ফেলে রুশ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে বাজার এলাকা থেকেই কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। যদিও সিরিয়ার তরফে সরকারিভাবে এই ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

তবে এই হামলা প্রসঙ্গে মুখে কুলুপ রাশিয়ার। রবিবার দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে একটি বিবৃতি জারি করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, গত কয়েকদিনে হামা ও লাটাকিয়া প্রদেশে সাধারণ জনতার উপর হামলা হয়েছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তার পালটা দিতেই রুশ বায়ুসেনার সঙ্গে সহযোগিতা করেছে সিরিয়ার সেনা। ইদলিব প্রদেশে সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্রভাণ্ডারও।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version