Sunday, November 9, 2025

ইদের আগেই হা.মলা সিরিয়ায়! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, মুখে কুলুপ রাশিয়ার

Date:

ইদের (Eid) জন্য বসেছিল বিশেষ বাজার। আর সেই বাজারেই এবার চলল হামলা। এবার সিরিয়ায় (Syria) হামলার অভিযোগ উঠল রাশিয়ার (Russia) বিরুদ্ধে। জানা গিয়েছে, রবিবার উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিবের একটি শহরে হামলা চালায় একটি রুশ যুদ্ধবিমান (Fight Jet)। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি হামলার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার এই অঞ্চলটি রয়েছে বিদ্রোহীদের দখলেই। গত কয়েকমাসে রুশ সেনাবাহিনী সেখানে লাগাতার হামলা চালিয়েছে বলে অভিযোগ। আর রবিবারও ফের রুশ হামলার সাক্ষী সিরিয়া।

রবিবার রাশিয়ার সুখোই যুদ্ধবিমান (Sukhoi) জিসর আল-শাগুর নামে একটি ফলের বাজারে হামলা চালায়। তবে শুধু ফলের বাজারই নয়, বাজার ছাড়াও বেশ কয়েকটি গ্রাম লক্ষ্য করে বোমা ফেলে রুশ যুদ্ধবিমান। প্রাথমিকভাবে বাজার এলাকা থেকেই কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। যদিও সিরিয়ার তরফে সরকারিভাবে এই ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

তবে এই হামলা প্রসঙ্গে মুখে কুলুপ রাশিয়ার। রবিবার দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে একটি বিবৃতি জারি করে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, গত কয়েকদিনে হামা ও লাটাকিয়া প্রদেশে সাধারণ জনতার উপর হামলা হয়েছে। প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তার পালটা দিতেই রুশ বায়ুসেনার সঙ্গে সহযোগিতা করেছে সিরিয়ার সেনা। ইদলিব প্রদেশে সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। পাশাপাশি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের অস্ত্রভাণ্ডারও।

 

 

 

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version