Sunday, August 24, 2025

পঞ্চায়েতের আগে এনকা.উন্টার “জুজু” দেখাচ্ছেন বিজেপি বিধায়ক, সরব তৃণমূল

Date:

“আমি দায়িত্ব নিয়ে বলে যেতে চাই, আগামিদিনে এই পুলিশ বাবাদের দিয়েই ওদের এনকাউন্টার করাব।” পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে এই ভাষাতেই হুমকি দিলেন বিজেপি বিধায়ক (BJP MLA) স্বপন মজুমদার (Swapan Majumder)। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরাইলে বিজেপির প্রচার সভায় এসেছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। সেখানেই মঞ্চে উঠে মাইক হাতে তিনি বলে ওঠেন, পুলিশকে দিয়ে তৃণমূল নেতাদের এনকাউন্টার করাবেন। উত্তর প্রদেশের মতো কথায় কথায় এনকাউন্টার জুজু দেখিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি (BJP)।

এখানেই শেষ নয়। হুঁশিয়ারির সুরে বিজেপি বিধায়ক আরও বলেন, “পঞ্চায়েত ভোটে বুথে, গণনা কেন্দ্রে এবং স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কাউকে ভয় পাবেন না। তৃণমূলের চোর-গুন্ডারা ভয় দেখাতে এলে আপনারা পাল্টা ভয় দেখিয়ে দেবেন। দু’চারটে চুনোপুঁটি চোর-হার্মাদদের ভয় পাবেন না।” স্বপনের দাবি, “আগামী ভোটে বিজেপি ক্ষমতায় এলে এই তৃণমূলের নেতারা বাড়ি ঢোকার সাহস পাবেন না।”

বিজেপি বিধায়কের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল (TMC)। একজন জনপ্রতিনিধির মুখে এমন অসাংবিধানিক মন্তব্য ও উস্কানিমূলক ভাষা সন্ত্রাস নিয়ে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। এটা কি উত্তর প্রদেশ হয়ে গিয়েছে, বুলডোজার রাজনীতি চলছে? এমন প্রশ্ন তুলে এবং স্বপন মজুমদারের বক্তব্যের অংশ শেয়ার করে টুইট করেন কুণাল।

তৃণমূল নেতা টুইটে লেখেন, “পুলিশ দিয়ে এনকাউন্টারের কথা বলে বিরোধী নেতাদের হুমকি দেওয়া বিজেপি কি অভ্যাসে পরিণত করেছে? উত্তরপ্রদেশের বুলডোজার রাজনীতি এ রাজ্যের এক বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে অনুপ্রাণিত করেছে। বাংলার জন্য তারা হিংসাত্মক নির্বাচনী পরিকল্পনা তৈরি করতে চাইছে। এটাই বিজেপির আসল চেহারা। এই পঞ্চায়েত নির্বাচনে হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি “।

 

 

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version