Wednesday, August 27, 2025

ইডেনে বিশ্বকাপের ম‍্যাচ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী সিএবি সভাপতি

Date:

আজই প্রকাশিত হয়েছে আসন্ন বিশ্বকাপের সূচি। সূচিতে দেখা গিয়েছে সেমিফাইনাল-সহ বিশ্বকাপের পাঁচটি ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। বিশ্বকাপের চারটে ম্যাচ ইডেন গার্ডেন্স পাচ্ছে, তার ইঙ্গিত অনেক আগে থেকেই ছিল। কিন্তু ডেথ ওভারে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে সিএবি। চেন্নাইয়ের কাছ থেকে বিশ্বকাপের সেমিফাইনাল ছিনিয়ে নিয়েছে তারা। সেমিফাইনাল-সহ বিশ্বকাপের পাঁচটি ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আবহেই শহর কলকাতায় ক্রিকেট কার্নিভাল। উচ্ছ্বসিত সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। যিনি গত তিন মাস ধরে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ কলকাতায় আনার জন্য। শুধু সেমিফাইনালের মতো মেগা ম্যাচই নয়, ইডেন পেয়েছে পাকিস্তান-ইংল্যান্ড এবং বাংলাদেশ-পাকিস্তানের মতো ভাল ম্যাচও।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে সিএবি প্রেসিডেন্ট জানান, বিশ্বকাপের ম্যাচগুলি মসৃণভাবে আয়োজন করার ব্যাপারে তাঁরা আত্মবিশ্বাসী। কিন্তু কীভাবে শেষ বেলায় বাজিমাত করল সিএবি? স্নেহাশিস বললেন, “গত চার মাস ধরে চেষ্টা করেছি ইডেনে ভাল ম্যাচ আনার জন্য। মঙ্গলবারও বোর্ড সচিবের কাছে তুলে ধরেছি সিএবি-র পরিকল্পনা। ইডেন গার্ডেন্সের ইতিহাস সবাই জানে। এবার আইপিএলেও সেরা গ্রাউন্ডের স্বীকৃতি পেয়েছে ইডেন। আমি শুধু বোর্ড সচিবকে বুঝিয়েছি, ইডেন গার্ডেন্স কী? বিশ্বকাপের আগে যেভাবে ইডেন সংস্কারের কাজ চলছে, ক্লাব হাউস, কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ড্রেসিংরুম, কনফারেন্স রুম সংস্কারের নকশা তুলে ধরেছি বোর্ড সচিবের কাছে। ইডেনের গরিমা, সিএবি-র পরিকল্পনা দেখে খুশি হয়েছে জয় শাহ। আমি বোর্ড সচিবকে ধন্যবাদ দেব সিএবি-র পাশে থাকার জন্য।”

ইডেনে পাকিস্তান ম্যাচের জন্য নিরাপত্তার কী ব্যবস্থা থাকছে, অতীতের মতো ইডেনে বিশ্বকাপের ম্যাচে কী চমক থাকবে? সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, যা করা হবে সব কিছুই বোর্ডের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিয়েই হবে। টিকিটের দামও সাধারণের আয়ত্তের মধ্যে থাকবে বলে জানিয়েছে সিএবি। এদিকে, পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ পড়েছে কালীপুজোর দিন ১২ নভেম্বর। তাতে পুলিশি নিরাপত্তায় কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন সিএবি প্রধান।”

আরও পড়ুন:আত্মঘাতী গোলে কুয়েতের সঙ্গে ১-১ গোলে ড্র ভারতের

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version