Wednesday, August 27, 2025

বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে যান। কিন্তু সেখানে এমন এক অবিশ্বাস্য কান্ড! শিক্ষিকার গাফিলতিতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ডান হাতের আঙ্গুল বাদ গেল। শনিবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের (Barackpore Ramakrishna Vivekananda Mission) ইংরাজি বিভাগের গোপাল গোবিন্দ অ্যাকাডেমিতে (Gopal Govinda Academy)। ছাত্রের নাম আদিত্য সিং ভাদুড়িয়া (Aditya Sing Bhaduria)। তিনি উত্তর ২৪ পরগনার খড়দা এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, শনিবার স্কুলে গিয়ে এক সহপাঠীর সঙ্গে খেলতে খেলতে দরজায় কড়ার ধারালো কিছুতে লেগে আদিত্যর আঙুল কেটে পড়ে যায়। স্কুলে সামান্য ব্যান্ডেজ করে প্রধান শিক্ষিকার ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। অথচ পাশেই আর্মি হাসপাতাল ও সামান্য একটু দূরে বি এন বোস হাসপাতাল (BN Bose hospital) ছিল। কিন্তু শিক্ষিকারা প্রয়োজন বোধ করেননি বলেই অভিযোগ। প্রচন্ড রক্তপাত হওয়ার ছেলে অজ্ঞান হয়ে পড়ে বলেও ছাত্রের বাবা অভিযোগ করেন। এরপর তাঁদের স্কুল থেকে প্রায় আধঘন্টা দেরিতে খবর দেওয়া হয়। দ্রুত স্কুলে পৌঁছে ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে ঘন্টা দেড় দুই সময় চলে যায়, আর সেই কারণে ছোট্ট ছাত্রটির আঙুলটি ঠিক করার মতো উপায় তখন আর ডাক্তারদের হাতে ছিল না। ছাত্রের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র স্কুলের এই গাফিলতির কারণেই এত বড় খেসারত দিতে হল তৃতীয় শ্রেণীর ছাত্রকে (Class three student)। শিক্ষিকাদের এই চরম গাফিলতি ও উদাসীনতায় সর্বত্রই নিন্দার ঝড় উঠেছে। বিদ্যালয়ের তরফ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version