Wednesday, November 12, 2025

বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়ে যান। কিন্তু সেখানে এমন এক অবিশ্বাস্য কান্ড! শিক্ষিকার গাফিলতিতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের ডান হাতের আঙ্গুল বাদ গেল। শনিবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের (Barackpore Ramakrishna Vivekananda Mission) ইংরাজি বিভাগের গোপাল গোবিন্দ অ্যাকাডেমিতে (Gopal Govinda Academy)। ছাত্রের নাম আদিত্য সিং ভাদুড়িয়া (Aditya Sing Bhaduria)। তিনি উত্তর ২৪ পরগনার খড়দা এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

আক্রান্ত ছাত্রের বাবার অভিযোগ, শনিবার স্কুলে গিয়ে এক সহপাঠীর সঙ্গে খেলতে খেলতে দরজায় কড়ার ধারালো কিছুতে লেগে আদিত্যর আঙুল কেটে পড়ে যায়। স্কুলে সামান্য ব্যান্ডেজ করে প্রধান শিক্ষিকার ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। অথচ পাশেই আর্মি হাসপাতাল ও সামান্য একটু দূরে বি এন বোস হাসপাতাল (BN Bose hospital) ছিল। কিন্তু শিক্ষিকারা প্রয়োজন বোধ করেননি বলেই অভিযোগ। প্রচন্ড রক্তপাত হওয়ার ছেলে অজ্ঞান হয়ে পড়ে বলেও ছাত্রের বাবা অভিযোগ করেন। এরপর তাঁদের স্কুল থেকে প্রায় আধঘন্টা দেরিতে খবর দেওয়া হয়। দ্রুত স্কুলে পৌঁছে ছেলেকে নিয়ে হাসপাতালে যেতে ঘন্টা দেড় দুই সময় চলে যায়, আর সেই কারণে ছোট্ট ছাত্রটির আঙুলটি ঠিক করার মতো উপায় তখন আর ডাক্তারদের হাতে ছিল না। ছাত্রের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র স্কুলের এই গাফিলতির কারণেই এত বড় খেসারত দিতে হল তৃতীয় শ্রেণীর ছাত্রকে (Class three student)। শিক্ষিকাদের এই চরম গাফিলতি ও উদাসীনতায় সর্বত্রই নিন্দার ঝড় উঠেছে। বিদ্যালয়ের তরফ থেকে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

Related articles

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...
Exit mobile version