Thursday, August 21, 2025

মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা পার্থর, ফের ১১ জুলাই পর্যন্ত জে.ল হেফাজত

Date:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সুস্থতা কামনা করলেন। তিনি  মুখমন্ত্রীর  প্রসঙ্গে বলেন, “দ্রুত সুস্থ কামনা করি।  দ্রুত সুস্থ হয়ে উঠুন “।  মঙ্গলবার আদালত থেকে শুনানির পর কোর্ট লক আপে নিয়ে আসার সময় একথা  বললেন পার্থ।

এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আবার আদালতে পেশ করা হয়েছিল। আলিপুর আদালত তাঁকে আবার ১১ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত ভোটটাও জেলেই কাটাতে হবে তাঁকে। অতীতে দলের অনেক গুরু দায়িত্ব সামলেছেন তিনি। দলের প্রাক্তন সেক্রেটারি জেনারেল হিসেবে অনেকটা সময় কাটিয়েছেন। কিন্তু এখন তিনি জেলে। কবে জামিন পাবেন, কোনও ঠিক নেই। আদালতে মাঝে মধ্যে নিজের শারীরিক অসুস্থতার কথাও বলতে শোনা গিয়েছে তাঁকে। কখনও নিজে, কখনও আইনজীবী মারফত। কিন্তু এত সব ঝড়-ঝাপ্টার মধ্যেই দলনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত পার্থ।

শুধু এখন বলে নয়, আগেও বার বার দলের প্রতি এবং দলনেত্রীর প্রতি নিজের আনুগত্য বোঝাতে চেয়েছেন পার্থ।

এর আগে যতবার পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠেছে, ততবারই তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে… দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। তাঁকে মন্ত্রিসভা থেকে এবং দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version