হা.র্টের অপারেশন করাতে গিয়ে অকালমৃ.ত্যু বাংলার খেলোয়াড়ের!

মাত্র ২৬ বছরের জীবনে একাধিক সাফল্য ধরা দিয়েছিল তরুণ জিমন্যাস্ট (gymnast) সাগ্নিক বেরার (Sagnik Bera) কাছে। আরও অনেক কিছু করার ছিল। কিন্তু একটা অপারেশন (Heart Surgery) জীবন শেষ করে দিল। বাংলার এক প্রতিশ্রুতিমান খেলোয়াড়ের (promising player of Bengal) প্রাণ ঝরে গেল অকালে।

বরানগরের (Baranagar) দর্জিপাড়ার বাসিন্দা সাগ্নিক বেরা (Sagnik Bera)। খেলোয়াড় কোটায় ২০১৯ সাল থেকে এয়ারফোর্সে চাকরি করতেন। জাতীয় স্তরে বাংলাকে ও এয়ারফোর্সে চাকরি পাওয়ার পর জাতীয় স্তরে একাধিক খেতাব জিতেছেন সাগ্নিক। দিনকয়েক আগে তরুণ প্রতিভাবান খেলোয়াড়ের হার্টের সমস্যা ধরা পড়েছিল । কয়েক সপ্তাহ আগে প্রাকটিস সেশনের মাঝেই হঠাৎই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। হার্টের সমস্যা ছোট থেকে ছিল, কিন্তু এবার হৃৎপিণ্ডতে ছিদ্র আছে বলে জানান চিকিৎসকেরা। দেরি না করে তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাগ্নিককে ভর্তি করা হয় মুম্বইয়ের নেভি হাসপাতালে (Navy Hospital, Mumbai)। কয়েক সপ্তাহ আগেই অপারেশন হয়েছে কিন্তু তারপর থেকে ছেলেটার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার রাতে এল সেই দুঃসংবাদ। ২৬ বছরের প্রতিভাবান খেলোয়াড় আর নেই। পৃথিবীর সব খেলা শেষ করে অন্য পৃথিবীর পথে পাড়ি দিয়েছেন সাগ্নিক। বাংলার জিমন্যাস্ট মহলে শোকের ছায়া। আজ বিকেলে সাগ্নিকের বাড়িতে তাঁর দেহ আনা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

 

Previous articleমোদি আগে কাগজ দেখান: CAA ফাঁদে পা না দেওয়ার আবেদন অভিষেকের
Next articleশিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ পুরস্কার পেতে পারেন সর্বাধিক ১৫৩ জন শিক্ষক