Friday, August 22, 2025

টমেটোর দামে ছ্যাঁকা, একলাফে সেঞ্চুরি পার!

Date:

Share post:

বাজারে যেন আগুন লেগেছে। বিশেষ করে সবজি বাজারে যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যে যে জিনিসের দাম বেড়েছে, তার মধ্যে সর্বাগ্রে রয়েছে টমেটোর দাম।

দেশের বিভিন্ন প্রান্তে ক্রমেই আকাশছোঁয়া হচ্ছে টমেটোর দাম। বহু শহরেই টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। যার জেরে আম জনতার পকেটে লাগছে ছ্যাঁকা। ১০-১৫ টাকার টমেটোর দাম এভাবে বেড়ে সেঞ্চুরি কীভাবে পার করল? বুঝতে পারছেন না কেউই।

রিপোর্ট বলছে, গতমাসেও রাজধানী দিল্লিতে কেজি প্রতি টমেটোর দাম প্রায় ১০ টাকা ছিল। সেই দাম সর্বোচ্চ ১৫ টাকা হয়েছে কখনও কখনও। তবে এক মাস যেতে না যেতেই রাজধানীতে টমোটের দাম ৮০ টাকা। কানপুর, বেঙ্গালুরুর মতো শহরে টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর বিভিন্ন বাজারে টমেটো ১২৫ টাকা কিলো দরে বিকোচ্ছে। গত মাসেও বেঙ্গালুরুতে টমেটোর দাম ছিল কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা।

এদিকে কর্ণাটকের কোলার মণ্ডি হল দেশের মধ্যে টমেটোর সর্ববৃহৎ পাইকারি বাজার। সেখানে সোমবার টমেটোর ১৫ কেজির ক্রেট বিক্রি হয়েছে ১০৮০ থেকে ১১০০ টাকা দরে। অর্থাৎ, কেজিতে ৭২ থেকে ৭৩ টাকা। জানা গিয়েছে, কোলারের টমেটো চাষিরা বিনস চাষে মন দিয়েছেন। বিনসের দাম বেশি থাকায় সেদিকে ঝুঁকেছেন তাঁরা। এর জেরে টমেটোর চাষ সেভাবে হয়নি এবার।

এর আগে মে মাসে পাইকারি বাজারে মাত্র ৩ থেকে ৫ টাকা কেজি দরে বিকোচ্ছিল টমেটো। এই আবহে রাগের মাথায় বহু কৃষক নিজেদের ফলন রাস্তায় ফেলে তার ওপর দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছিল। এদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশের বহু জায়গায় বৃষ্টির জেরে টমেটো সরবরাহ কমেছে সেই রাজ্যগুলি থেকেও।

 

 

spot_img

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...