Friday, January 30, 2026

টমেটোর দামে ছ্যাঁকা, একলাফে সেঞ্চুরি পার!

Date:

Share post:

বাজারে যেন আগুন লেগেছে। বিশেষ করে সবজি বাজারে যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যে যে জিনিসের দাম বেড়েছে, তার মধ্যে সর্বাগ্রে রয়েছে টমেটোর দাম।

দেশের বিভিন্ন প্রান্তে ক্রমেই আকাশছোঁয়া হচ্ছে টমেটোর দাম। বহু শহরেই টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। যার জেরে আম জনতার পকেটে লাগছে ছ্যাঁকা। ১০-১৫ টাকার টমেটোর দাম এভাবে বেড়ে সেঞ্চুরি কীভাবে পার করল? বুঝতে পারছেন না কেউই।

রিপোর্ট বলছে, গতমাসেও রাজধানী দিল্লিতে কেজি প্রতি টমেটোর দাম প্রায় ১০ টাকা ছিল। সেই দাম সর্বোচ্চ ১৫ টাকা হয়েছে কখনও কখনও। তবে এক মাস যেতে না যেতেই রাজধানীতে টমোটের দাম ৮০ টাকা। কানপুর, বেঙ্গালুরুর মতো শহরে টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর বিভিন্ন বাজারে টমেটো ১২৫ টাকা কিলো দরে বিকোচ্ছে। গত মাসেও বেঙ্গালুরুতে টমেটোর দাম ছিল কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা।

এদিকে কর্ণাটকের কোলার মণ্ডি হল দেশের মধ্যে টমেটোর সর্ববৃহৎ পাইকারি বাজার। সেখানে সোমবার টমেটোর ১৫ কেজির ক্রেট বিক্রি হয়েছে ১০৮০ থেকে ১১০০ টাকা দরে। অর্থাৎ, কেজিতে ৭২ থেকে ৭৩ টাকা। জানা গিয়েছে, কোলারের টমেটো চাষিরা বিনস চাষে মন দিয়েছেন। বিনসের দাম বেশি থাকায় সেদিকে ঝুঁকেছেন তাঁরা। এর জেরে টমেটোর চাষ সেভাবে হয়নি এবার।

এর আগে মে মাসে পাইকারি বাজারে মাত্র ৩ থেকে ৫ টাকা কেজি দরে বিকোচ্ছিল টমেটো। এই আবহে রাগের মাথায় বহু কৃষক নিজেদের ফলন রাস্তায় ফেলে তার ওপর দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছিল। এদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশের বহু জায়গায় বৃষ্টির জেরে টমেটো সরবরাহ কমেছে সেই রাজ্যগুলি থেকেও।

 

 

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...