Saturday, January 10, 2026

টমেটোর দামে ছ্যাঁকা, একলাফে সেঞ্চুরি পার!

Date:

Share post:

বাজারে যেন আগুন লেগেছে। বিশেষ করে সবজি বাজারে যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যে যে জিনিসের দাম বেড়েছে, তার মধ্যে সর্বাগ্রে রয়েছে টমেটোর দাম।

দেশের বিভিন্ন প্রান্তে ক্রমেই আকাশছোঁয়া হচ্ছে টমেটোর দাম। বহু শহরেই টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। যার জেরে আম জনতার পকেটে লাগছে ছ্যাঁকা। ১০-১৫ টাকার টমেটোর দাম এভাবে বেড়ে সেঞ্চুরি কীভাবে পার করল? বুঝতে পারছেন না কেউই।

রিপোর্ট বলছে, গতমাসেও রাজধানী দিল্লিতে কেজি প্রতি টমেটোর দাম প্রায় ১০ টাকা ছিল। সেই দাম সর্বোচ্চ ১৫ টাকা হয়েছে কখনও কখনও। তবে এক মাস যেতে না যেতেই রাজধানীতে টমোটের দাম ৮০ টাকা। কানপুর, বেঙ্গালুরুর মতো শহরে টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর বিভিন্ন বাজারে টমেটো ১২৫ টাকা কিলো দরে বিকোচ্ছে। গত মাসেও বেঙ্গালুরুতে টমেটোর দাম ছিল কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা।

এদিকে কর্ণাটকের কোলার মণ্ডি হল দেশের মধ্যে টমেটোর সর্ববৃহৎ পাইকারি বাজার। সেখানে সোমবার টমেটোর ১৫ কেজির ক্রেট বিক্রি হয়েছে ১০৮০ থেকে ১১০০ টাকা দরে। অর্থাৎ, কেজিতে ৭২ থেকে ৭৩ টাকা। জানা গিয়েছে, কোলারের টমেটো চাষিরা বিনস চাষে মন দিয়েছেন। বিনসের দাম বেশি থাকায় সেদিকে ঝুঁকেছেন তাঁরা। এর জেরে টমেটোর চাষ সেভাবে হয়নি এবার।

এর আগে মে মাসে পাইকারি বাজারে মাত্র ৩ থেকে ৫ টাকা কেজি দরে বিকোচ্ছিল টমেটো। এই আবহে রাগের মাথায় বহু কৃষক নিজেদের ফলন রাস্তায় ফেলে তার ওপর দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছিল। এদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশের বহু জায়গায় বৃষ্টির জেরে টমেটো সরবরাহ কমেছে সেই রাজ্যগুলি থেকেও।

 

 

spot_img

Related articles

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...