Sunday, November 9, 2025

টমেটোর দামে ছ্যাঁকা, একলাফে সেঞ্চুরি পার!

Date:

Share post:

বাজারে যেন আগুন লেগেছে। বিশেষ করে সবজি বাজারে যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। যে যে জিনিসের দাম বেড়েছে, তার মধ্যে সর্বাগ্রে রয়েছে টমেটোর দাম।

দেশের বিভিন্ন প্রান্তে ক্রমেই আকাশছোঁয়া হচ্ছে টমেটোর দাম। বহু শহরেই টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। যার জেরে আম জনতার পকেটে লাগছে ছ্যাঁকা। ১০-১৫ টাকার টমেটোর দাম এভাবে বেড়ে সেঞ্চুরি কীভাবে পার করল? বুঝতে পারছেন না কেউই।

রিপোর্ট বলছে, গতমাসেও রাজধানী দিল্লিতে কেজি প্রতি টমেটোর দাম প্রায় ১০ টাকা ছিল। সেই দাম সর্বোচ্চ ১৫ টাকা হয়েছে কখনও কখনও। তবে এক মাস যেতে না যেতেই রাজধানীতে টমোটের দাম ৮০ টাকা। কানপুর, বেঙ্গালুরুর মতো শহরে টমেটোর দাম ১০০ টাকা পার করে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর বিভিন্ন বাজারে টমেটো ১২৫ টাকা কিলো দরে বিকোচ্ছে। গত মাসেও বেঙ্গালুরুতে টমেটোর দাম ছিল কেজিতে সর্বোচ্চ ৪০ টাকা।

এদিকে কর্ণাটকের কোলার মণ্ডি হল দেশের মধ্যে টমেটোর সর্ববৃহৎ পাইকারি বাজার। সেখানে সোমবার টমেটোর ১৫ কেজির ক্রেট বিক্রি হয়েছে ১০৮০ থেকে ১১০০ টাকা দরে। অর্থাৎ, কেজিতে ৭২ থেকে ৭৩ টাকা। জানা গিয়েছে, কোলারের টমেটো চাষিরা বিনস চাষে মন দিয়েছেন। বিনসের দাম বেশি থাকায় সেদিকে ঝুঁকেছেন তাঁরা। এর জেরে টমেটোর চাষ সেভাবে হয়নি এবার।

এর আগে মে মাসে পাইকারি বাজারে মাত্র ৩ থেকে ৫ টাকা কেজি দরে বিকোচ্ছিল টমেটো। এই আবহে রাগের মাথায় বহু কৃষক নিজেদের ফলন রাস্তায় ফেলে তার ওপর দিয়ে ট্র্যাক্টর চালিয়ে দিয়েছিল। এদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশের বহু জায়গায় বৃষ্টির জেরে টমেটো সরবরাহ কমেছে সেই রাজ্যগুলি থেকেও।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...