Friday, August 22, 2025

মাঝরাতে মোদির বাসভবনে ম্যারাথন বৈঠক, বিজেপিতে বড় রদবদলের ইঙ্গিত

Date:

আগামী বছর লোকসভা নির্বাচন(Loksava Election)। সেদিকে নজর রেখে মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বাড়িতে বসল বিজেপি(BJP) শীর্ষ নেতৃত্বের ম্যারাথন বৈঠক। বুধবার রাতে বৈঠকে ডাকা হয়, জেপি নাড্ডা, অমিত শাহ(Amit Shah), বিএল সন্তোষদের। দলীয় নেতৃত্বের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, আসন্ন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচন রণকৌশল নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি সূত্রের খবর, দলের অন্দরে বড় রদবদলের বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

সম্প্রতি অভিন্ন দেওয়ানি বিধি দেশে লাগু করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন লোকসভা নির্বাচনে এটাই বিজেপির মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এরইমাঝে ৫ ঘন্টার এই ম্যারাথন বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ কিছুদিন আগেও মোদির সঙ্গে শাহ-নাড্ডারা (JP Nadda) বৈঠক করেছেন, তবে এত দীর্ঘ আলোচনা কার্যত বেনজির। সূত্রের খবর, চার রাজ্যের নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হতে পারে। সেই রদবদল নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শাহ-নাড্ডারা। আবার আগামী চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। আসলে কর্ণাটক নির্বাচনে ধাক্কার পর চার রাজ্যে ভাল ফল করা গেরুয়া শিবিরের জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছে। সেকারণেই রণকৌশলে বদল করা হচ্ছে বলে খবর।

আরেকটা সূত্র অবশ্য বলছে, বুধবারের বৈঠকের অন্যতম আলোচ্য ছিল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। কীভাবে এক দেশ-এক আইন বলবত করা যায়, তাতে রাজনৈতিকভাবে বিজেপি কতটা ফায়দা পাবে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। যদিও সরকারিভাবে এই বৈঠক নিয়ে বিজেপি নেতৃত্বে মুখ খুলছে না।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version