নয়া নিয়মবিধি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, উপস্থিতির হারের জন্য আর মিলবে না আলাদা নম্বর

0
2

স্নাতক স্তরের কোর্সের ক্ষেত্রে ক্লাসে উপস্থিতির হার অনুযায়ী, এতদিন পড়ুয়াদের নম্বর দেওয়ার যে নিয়ম ছিল, তা তুলে দিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রকাশ করা নয়া নিয়মবিধিতে বলা হয়েছে, ৪ বছরের স্নাতক কোর্সে যে সব ছাত্রছাত্রীর ৭৫ শতাংশ উপস্থিতি রয়েছে, তাঁরা সরাসরি সেমেস্টার পরীক্ষায় বসতে পারবেন। আর ৬০ থেকে ৭৫ শতাংশ উপস্থিতি থাকা পড়ুয়াদের জরিমানা দিয়ে পরীক্ষায় বসতে হবে। উপস্থিতির হার ৬০ শতাংশের কম হলে, সেমেস্টার পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট পড়ুয়াকে আগের সেমেস্টারে ভর্তি হয়ে পরের বছরের পরীক্ষার জন্য ক্লাসে উপস্থিতির নির্দিষ্ট হার বজায় রাখতে হবে। আগে উপস্থিতির জন্য ১০ নম্বর বরাদ্দ ছিল।

আরও পড়ুন- আর্থিক ত.ছরুপের অভিযোগ! বে.আইনি সম্পত্তি মামলায় গ্ৰে.ফতার কেন্দ্রীয় আমলা