Monday, November 3, 2025

পঞ্চায়েত ভোটে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের, ‘দিশাহীন’ ক.টাক্ষ বিরোধীদের

Date:

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত (Panchayat) গড়াই লক্ষ্য। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার ইস্তাহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস (Congress)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। ইস্তাহারের নাম দেওয়া হয়েছে “হাত ধরো, গ্রাম গড়ো”। তবে হাত শিবিরের মতে এটা ইস্তাহার নয়, পঞ্চশীল গ্যারান্টি। তবে শুধু কংগ্রেসই নয়, নির্বাচনের আগে ইতিমধ্যে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপিও (BJP)। তবে এদিন কংগ্রেসের ইস্তাহার প্রকাশকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেস, বিজেপি একাধিক জায়গায় প্রার্থী দিতে পারছে না, তারওপর ইস্তাহার প্রকাশ করে সাধারণ মানুষের মন জয়ের যে চেষ্টা হাত শিবির করছে তাতে লাভের লাভ কিছুই হবে না।

মূলত ৫টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ইস্তাহারে। যেখানে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের পাশাপাশি দলের সমস্ত সিদ্ধান্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পদক্ষেপ আগে কেন নিলেন না কংগ্রেসের হাইকম্যান্ড? নাকি তৃণমূল কংগ্রেসের (TMC) দেখানো পথেই হেঁটে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে শিক্ষা নিয়েই কংগ্রেসের এমন পদক্ষেপ কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এদিন কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, পঞ্চায়েতের সকলের জন্য জব কার্ডের ব্যবস্থা করা হবে এবং ১০০ দিনের কাজে দলের নিরপেক্ষতাকেই প্রাধান্য দিতে হবে। পাশাপাশি উন্নত রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের আশ্বাসও দেওয়া হয়েছে ইস্তাহারে। তবে এসব গালভরা প্রতিশ্রুতি দিলেও আখেরে এই সমস্ত অঙ্গীকারের বাস্তবায়ন হবে কী না তা নিয়ে উঠছে প্রশ্ন।

পাশাপাশি মহিলাদের স্বনির্ভরগোষ্ঠীর দক্ষতা বাড়াতে প্রশিক্ষণে জোর দেওয়ার কথাও বলা হয়েছে। মূলত ‘স্কিল ডেভেলপমেন্ট’-এ জোর দেওয়ার কথাই উল্লেখ করা হয়েছে ইস্তাহারে। এছাড়া পঞ্চায়েত পরিচালনায় সংরক্ষণের ঊর্ধ্বে গিয়ে এসসি, এসটি, ওবিসি-সহ মহিলাদের পঞ্চায়েত প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার প্রদান করার আশ্বাসও দিয়েছে কংগ্রেস। তবে রাজনৈতিক মহলের মতে, ইস্তাহারে একাধিক ঘোষণা করলেও আখেরে তাতে যে নতুন কিছুই নেই তা দিনের আলোর মতো পরিষ্কার।

 

 

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version