ওয়াগনার বিদ্রোহে উদ্বিগ্ন ভারত, ডোভালকে ফোন রুশ কর্তার

রাশিয়ায় ওয়াগনার বিদ্রোহ উদ্বেগ বাড়িয়েছে নয়াদিল্লির(New delhi)। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে রাশিয়ায়(Russia) ক্ষমতা বদলের আশঙ্কাও এড়াতে পারছে না বিশেষজ্ঞ মহল। এই পরিস্থিতিতে এবার ভারতের(India) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের(Ajit Doval) সঙ্গে ফোনে কথা বললেন রুশ নিরাপত্ত পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ডভালের সঙ্গে ফোনে কথা হয় রুশ আধিকারিক পাত্রুশেভের। এই ফোনালাপের পর রাশিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লি ও মস্কোর মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতেই এই ফোনালাপ। দ্বীপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপরও জোর দেওয়া হয়েছে। সুত্র মারফৎ জানা গিয়েছে, ওয়াগনর বিদ্রোহ ভারতের জন্য উদ্বেগ বাড়িয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি। জানা গিয়েছে মস্কোর বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে ডোভাল ও পাত্রুশেভের

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ওয়াগনার বাহিনী যে এইভাবে ক্রেমলিনের বিরুদ্ধে বিদ্রোহ করে মস্কোর দিকে অগ্রসর হবে, সেই গোয়েন্দা তথ‌্য নাকি হোয়াইট হাউস এবং পেন্টাগনে কয়েক দিন আগে পৌঁছেছিল। মার্কিন প্রশাসন ওই তথ‌্য পেয়েও চুপ করে ছিল। মার্কিন প্রশাসন নাকি চাইছিল, রাশিয়ায় যা ঘটে ঘটুক। শেষ মুহূর্তে পুতিন পরিস্থিতি কিছুটা সামলে নেওয়ায় হতাশ আমেরিকা ও ইউরোপের কূটনৈতিক মহল। হতাশা গ্রাস করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনীয় সেনাকেও। কিন্তু ভারত এতে খুশি। কারণ বন্ধু পুতিন ক্ষমতায় থাকুন এটাই চাইছে নয়াদিল্লি। তাঁর জায়গায় ওয়াগনার প্রধান প্রিগোজিনের মতো কেউ মসনদে বসলে নয়াদিল্লি-মস্কো সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।