Monday, November 10, 2025

পারিবারিক মেলোড্রামা থেকে শিফন শাড়ি, বরফে ঢাকা সাদা পাহাড়ের মাঝে বলিউডি রোমান্স – সবকিছু থাকা সত্ত্বেও শুরুতেই তাল কাটলো সদ্য মুক্তি পাওয়া আলিয়া ও রণবীর (Alia Bhatt and Ranveer Singh) অভিনীত ছবির প্রথম গান ‘তুম কেয়া মিলে’তে। আদ্যোপান্ত বলিউড (Bollywood) ঘরানায় প্রত্যাবর্তন করতে গিয়ে করণের (Karan Johar) এই ছবির প্রথম গানে গুরুত্বহীন বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)? সোশ্যাল মিডিয়ার সরব শ্রেয়ার ফ্যানেরা।

অমিতাভ ভট্টাচার্যের কথায় প্রীতমের (Pritam)সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল (Arijit Singh and Shreya Ghoshal) । অথচ চর্চায় শুধু মাত্র অরিজিৎ কেন, সমাজ মাধ্যমের পাতায় ক্ষোভ প্রকাশ শ্রেয়া ঘোষালের ফ্যানেদের। গায়িকা নিজেও ভাবতে পারিনি তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটবে। তাই বোধহয় আবেগের বহিঃপ্রকাশ হয়ে গেছিল। প্রমাণ মিলে ছিল সেই সোশ্যাল মিডিয়া পেজেই। সমাজমাধ্যমের পাতায় শ্রেয়াকে ট্যাগ করে এক অনুরাগী লেখেন, ‘‘ভীষণ খারাপ লাগছে এটা দেখে যে, এই গানের সব থেকে সুন্দর অংশ গাওয়ার পরেও শ্রেয়া ঘোষালকে নিয়ে কোনও কথা হচ্ছে না।’’ এই টুইটকে রিটুইট করেন শ্রেয়া ঘোষাল। তখনই আঁচ মিলে ছিল। যদিও পরে তা ডিলিট করে দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। এবং অন্য একটি পোস্ট করে শ্রেয়া লেখেন,‘‘অনেক দিন পরে এমন একটা গান হয়েছে যেটা করণ জোহরের বলিউড ঘরানার পরিচায়ক। আমি এত দিন ধরে এমন একটা গানকেই মিস্ করেছি।’’ বোঝাই গেল বিতর্কে নিজেকে যুক্ত করতে চাইছেন না গায়িকা। তবে তিনিও যে আহত সেটা বেশ পরিষ্কার টিনসেল টাউনের কাছে।

 

Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version