Wednesday, November 5, 2025

শুরু স্পর্শকাতর বুথ চিহ্নিত করার প্রক্রিয়া! হাইকোর্টে হলফনামা জমা দিলেন নির্বাচন কমিশনার

Date:

পঞ্চায়েত ভোট (Panchayat Election) সংক্রান্ত মামলায় এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা (Affidavit) জমা দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। হলফনামায় স্পষ্ট করে জানানো হয়েছে, স্পর্শকাতর বুথ চিহ্নিত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বুথগুলিতে কড়া নজর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেই বিষয়ে তৎপর কমিশন।

পাশাপাশি হলফনামায় কমিশন আরও জানিয়েছে, পুলিশের কাছে সিসিটিভি ক্যামেরার লিঙ্ক চেয়েছে কমিশন। বুথে বুথে কড়া নজর রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কমিশন আরও জানিয়েছে, ওই সিসিটিভি লিঙ্ক থেকে সব ফুটেজ পাওয়া যাবে, যা রেকর্ড ও সংরক্ষণ করে কমিশনের কাছে রাখা হবে। এছাড়া জেলাশাসকদের সঙ্গে অশান্তি হিংসার ঘটনা নিয়ে বৈঠক হয়েছে বলেও জানানো হয়েছে আদালতে।

তবে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি বলে জানিয়েছিল কমিশন। পরে শীর্ষ আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার কথা জানায় কমিশন। এরপরই ৮২২ কোম্পানির মধ্যে এখনও পর্যন্ত ৩১৫ কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version