Saturday, August 23, 2025

প্রধান নির্বাচক প্রধানের পদে এগিয়ে আগারকার, জল্পনার মাঝে আইপিএল-এর দল ছাড়লেন তিনি

Date:

চেতন শর্মা প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেওয়ার পরই, নতুন নির্বাচক প্রধানের পদের জন‍্য  আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, এশিয়া কাপের আগেই প্রধান নির্বাচক বেছে নিতে চাইছে বিসিসিআই। ৩০ জুন আবেদনের শেষ তারিখ। ১ জুলাই হবে ইন্টারভিউ।

জানা যাচ্ছে, সামনের এশিয়া কাপ এবং তারপর দেশের মাটিতে বসতে চলা একদিনের বিশ্বকাপ, এই দুই প্রতিযোগিতার আগেই নির্বাচক কমিটি তৈরি রাখতে চাইছে বোর্ড। এছাড়াও জানা যাচ্ছে, চারজন জাতীয় নির্বাচক আগেই বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু এখনও ফাঁকা প্রধান নির্বাচকের পদ। আর তাই যত তাড়াতাড়ি প্রধান নির্বাচক পদে বসাতে চাইছে বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “অনেক সময়ই নির্বাচকদের মতের মিল হয় না। চারজন নির্বাচকের মধ্যে দু’জন একদিকে ও দু’জন অন্য দিকে থাকতে পারেন। তখন সিদ্ধান্ত নিতে হয় প্রধান নির্বাচককে। সেই পদে যোগ্য ব্যক্তি বসানোর চেষ্টা করা হচ্ছে।”

বোর্ড সূত্রে খবর, দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন অজিত আগারকার। ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রধান নির্বাচক হবেন বলে জল্পনা হয়েছিল। কিন্তু এবার হয়তো সেই জল্পনা সত্যি হবে। শোনা যাচ্ছে আগারকার ছাড়াও দৌড়ে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার এবং রবি শাস্ত্রী।

এদিকে ভারতীয় বোর্ডের পরবর্তী নির্বাচক প্রধান হিসাবে নাম আসার জল্পনার মাঝেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পদ ছেড়ে দিলেন অজিত আগারকার। দিল্লি দলে সহকারী কোচের পদে ছিলেন আগারকার। তাঁর দল ছাড়ার খবর বৃহস্পতিবারই টুইটারে জানিয়েছে দিল্লি।

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার ৪ ক্রিকেটারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিসিসিআইয়ের কাছে : সূত্র

 

 

Related articles

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...
Exit mobile version