Monday, May 19, 2025

পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে।এই আবহে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে।ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। তৃণমূলের অভিযোগ, কোটরা গ্রাম পঞ্চায়েতের কালিয়ান গ্রামে দলীয় প্রার্থীর বাড়িতে হামলা চালিয়েছেন ফরওয়ার্ডের ব্লকের প্রার্থী এবং তাঁর অনুগামীরা।অভিযোগ,এই ঘটনায় বেশ কয়েক জন তৃণমূল কর্মী আহত হয়েছেন।যদিও অভিযোগ মানতে চায়নি ফরওয়ার্ড ব্লক।

তৃণমূলের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মাতব্বর গাজির বাড়িতে সকালে লোকজন এনে হামলা চালান ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তোয়েব আলি, তাঁর ছেলে এবং অনুগামীরা। মারধর করা হয় মাতব্বর এবং তাঁর পরিবারকে।বাধা দিতে গেলে বেশ কয়েক জন আহত হয়েছেন। তাঁদের ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসা হয়েছে।

ফরওয়ার্ড ব্লকের প্রার্থী তোয়েব আলি পাল্টা দাবি করেছেন, সকালে মাতব্বরের লোকেরাই প্রথমে চায়ের দোকানে এসে মারধর করেন। তোয়েবের পোলিং এজেন্ট খোদা বক্সের বাড়িতেও ভাঙচুর করা হয়।দত্তপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, তোয়েব আগে শাসকদলের অনুগামী ছিলেন। কিছুদিন আগে তিনি তৃণমূল ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন।যদিও এর আগে তিনি  ফরওয়ার্ড ব্লকেই ছিলেন। মাঝে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েত ভোটে শাসকদল তাঁকে টিকিট দেবে না বুঝতে পেরে ফের পুরনো দলে ফিরে যান তোয়েব। ফরওয়ার্ড ব্লকের প্রার্থীও হয়েছেন তিনি। তার এই ঘনঘন দলবদলেই এই সংঘর্ষের ঘটনা বলে মনে করছে ওয়াকিবহলমহল।

 

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...
Exit mobile version