Monday, November 10, 2025

বিরোধী ঐক্য দেখে হৃদকম্প! অঞ্চল ভিত্তিক সভা করার পরিকল্পনা পদ্ম শিবিরের

Date:

দেশজুড়ে সব রাজ্যনৈতিক দলের নজরে এখন লোকসভা নির্বাচন। ঘর গোছাতে শুরু করেছে শাসক-বিরোধী সবাই। ইতিমধ্যেই বিজেপি-বিরোধী দলগুলি নিজেদের ঐক্যবদ্ধ করার কাজ শুরু করে দিয়েছে। তৈরি হচ্ছে লড়াইয়ের রূপরেখা। এই পরিস্থিতিতে কি ভয় ধরেছে পদ্মশিবিরে? দেশের ৫৪৩টি লোকসভা আসনকে তিনটি অঞ্চলে ভাগ করে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে BJP।

লোকসভা ও তার আগে বেশ কয়েকটি রাজ্য বিধানসভা নির্বাচন। লোকসভা আসনগুলিকে উত্তর, দক্ষিণ ও পূর্ব- তিন অঞ্চলে ভাগ করা হয়েছে। জুলাই মাস থেকেই মাসেই এই সমস্ত আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। ৩ জায়গায় ৩ দিন ধরে এই বৈঠক হবে। ৬ থেকে ৮ জুলাই প্রতিটি অঞ্চলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন নাড্ডা।

বৈঠকে রাজ্যের রাজ্য সভাপতি, সাংগঠনিক সম্পাদক, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত নেতা ও জাতীয় কর্মসমিতির সদস্যরা উপস্থিত থাকবেন।

পরিকল্পনা অনুযায়ী বিজেপি আঞ্চলিক বৈঠকে স্থান-কাল,
• ৬ জুলাই অসমের গুয়াহাটি
• ৭ জুলাই দিল্লি
• ৮ জুলাই হায়দরাবাদ

আমেরিকা-মিশর সফর সেরে দেশে বুধবার নয়াদিল্লিতে নিজের বাসভবনে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সেই বৈঠকে কয়েকটি রাজ্যে বিধানসভা ও লোকসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর।

বিরোধীদের মতে, পাটনার বৈঠক দেখেই পায়ের তলার মাটি সরে গিয়েছে বিজেপি। সেই কারণে, বৈঠককে বারবার কটাক্ষ করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার, নিজেরাই দলগোছাতে অঞ্চলভিত্তিক বৈঠক শুরু করেছে গেরুয়া শিবির।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version