Wednesday, August 27, 2025

বিস্তারিত কোনও তথ্য ছাড়াই পিটিশন দাখিল নিয়ে তী.ব্র অ.সন্তোষ বিচারপতি সিনহার

Date:

পঞ্চায়েত ভোট নিয়ে বিস্তারিত কোনও তথ্য ছাড়াই পিটিশন দাখিল করা নিয়ে তীব্র অসন্তোষ করেন কলকাতা হাইকের্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি জানিয়েছেন, পিটিশন দাখিল করা নিয়ে এত তাড়াহুড়োর কী আছে? আপনারা বিস্তারিত বিবরণের উপর নজর না দিয়ে আদালতে এসে বলছেন, জরুরী ভিত্তিতে এটা করা হোক। কিন্তু শুনানির সময় দেখা যাচ্ছে সম্পূর্ণ তথ্য নেই।এই পরিস্থিতিতে আদালত কীভাবে এগোবে? এই ধরনের আবেদনগুলি নিয়ে নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে? সেই প্রশ্নও তোলেন বিচারপতি অমৃতা সিনহা।

আসলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একের পর এক মামলা আসছে কলকাতা হাইকোর্টে। কে নেই সেই তালিকায়। পুলিশের বিরুদ্ধে যেমন একাধিক মামলা, তেমনি একগুচ্ছ মামলা কমিশনের বিরুদ্ধে। মনোনয়ন পত্র জমা দিতে না পারলে আদালতের দ্বারস্থ হচ্ছেন প্রার্থী। এই বিষয়গুলি নিয়েই সরাসরি মন্তব্য করলেন বিচারপতি।এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

শুক্রবার বিচারপতি অমৃত সিনহাও একই মন্তব্য করেছেন।বীরভূমের নলহাটিতে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছেন আশাধন মাল।অভিযোগ উঠেছে, ওই প্রার্থী মনোনয়নের সময় দুই জায়গায় সই করছেন, এবং দুই জায়গাতেই তারিখ রয়েছে ২৪ জুন। মনোনয়নের শেষ দিন পেরিয়ে যাওয়ার এতদিন পর কীভাবে নমিনেশন? সেই প্রশ্ন তুলেই মামলা করা হয়েছিল আদালতে। শুক্রবার মামলার শুনানির সময় রাজ্যের তরফে জানানো হয়, ওই মনোনয়নটি ২৪ তারিখ নয়, ১৪ তারিখ জমা পরেছে।

বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, ওই বিডিও অফিসের ১৪ তারিখের ভিডিয়ো ফুটেজ আদালতে জমা করার জন্য। আগামী ৫ জুলাই ওই ভিডিয়ো ফুটেজ হাইকোর্টের কাছে জমা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিডিওকে। এখন দেখার ৫ তারিখ হাইকোর্টে সেই ভিডিয়ো ফুটেজ জমা পরার পর মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়।

আরও পড়ুন- হুল দিবসে সিধু-কানুর লড়াইকে সম্মান জানালেন মমতা-অভিষেক

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version