জুনের শেষে সোনার দামে স্বস্তি!

ভারতে সোনা-রুপোর দাম (Gold Silver rate) দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা বাজারের ওপর নির্ভর করে হেরফের হয়। সাধারণত বিয়ের সিজনে মহামূল্যবান এই হলুদ ধাতুর প্রাইস পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে। কিন্তু জুন মাসের এই শেষ দিনে কিছুটা হলেও স্বস্তিতে বাঙালি। যে সোনার দাম (Gold Rate) কয়েকদিন আগেই ৬০,০০০ ছাড়িয়ে গেছিল আজ তা কমে হল ৫৩ হাজার ৮৫০ টাকা ( কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম) ।

আজ দেশের বেশির ভাগ শহরে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। চেন্নাইতে আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৩৭০ টাকা। মুম্বইতেও সোনার দাম কলকাতার সমান। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনা কিনতে গেলে রাজধানীতে আপনাকে খরচ করতে হবে ৫৪ হাজার টাকা। এদিন১ কেজি রুপোর দাম হয়েছে ৭০ হাজার ৯৫৫ টাকা। বাজার থেকে সোনা বা রুপো কিনতে গেলে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

 

Previous articleকোল্ডড্রিংকসেই ক্যা.ন্সারের বি.ষ! চা.ঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ WHO- এর
Next articleঅনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের আরও এক কোটি টাকার সম্পত্তির হদিশ সিবিআইয়ের!