কোল্ডড্রিংকসেই ক্যা.ন্সারের বি.ষ! চা.ঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ WHO- এর

আপনি কি ঠান্ডা পানীয়র প্রতি আসক্ত? তাহলে এবার সাবধান! আপনার এই অভ্যাসের কারণেই অজান্তে শরীরের বাসা বাঁধতে পারে মারণ রোগ ক্যান্সার (Cancer)। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর খবর শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health organization)। হু-এর তরফে দাবি করা হয়েছে যে ডায়েট কোকে (Diet Coke) রয়েছে মারণ রোগ ক্যান্সারের বিষ !

আজকের দিনে ছোট থেকে বড় প্রত্যেকেই সফট ড্রিংকসের প্রতি আসক্ত। কিছু মানুষ তো এই পানীয়র প্রেমে এতটাই বিভোর যে দিনরাত মাত্রাতিরিক্ত হারে তা পান করেন। তাঁদের প্রত্যেককে সতর্ক করছে WHO। কারণ হিসেবে বলা হয়েছে , যে ডায়েট কোকে ক্যান্সার সৃষ্টিকারী সম্ভাব্য কার্সিনোজেন (Carcinogen) পাওয়া গিয়েছে। কৃত্রিম সুইটনার অ্যাসপার্টামকে কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী বলে আগামী মাসেই ঘোষণা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO )।

 

Previous articleকনভয় ছেড়ে সোজা মেট্রোতে! যাত্রীদের সঙ্গে খোশ মেজাজে নরেন্দ্র মোদি, ভা.ইরাল ভিডিও
Next articleজুনের শেষে সোনার দামে স্বস্তি!