বীরভূমের (Birbhum) তারাপীঠে (Tarapith) পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে গিয়ে বিজেপিকে (BJP) কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একটি কর্মিসভা থেকে থেকে ফিরহাদ বলেন, “২০২৪-এ কেন্দ্রে আমরা সরকার গড়ব। তখন তোমাদেরকেও ইডি (ED)-সিবিআই (CBI) দিয়ে ডেকে পাঠাব। তব তেরা কেয়া হোগা রে কালিয়া।”

এদিন কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে আত্মবিশ্বাসের সুরে রাজ্যের মন্ত্রীকে বলতে শোনা যায়, “এবার পঞ্চায়েতে সবস্তরে পুরো রাজ্যের পাশাপাশি বীরভূম জেলাতেও আমরা বিপুল ভাবে জয়লাভ করব।”
পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কয়েকজন চুরি করেছে। তাঁরা আইনত শাস্তি পাবে। কিন্তু তা বলে সবাইকে চোর বলাটা ঠিক নয়।”
