Monday, November 10, 2025

আর কোনও রাখঢাক নয়, এবার সরাসরি বিজেপির (BJP) এজেন্ট (Agent) হয়ে ময়দানে নেমে পড়লেন বাংলার রাজ্যপাল (Governor)। বিজেপির দেখানো পথেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন তিনি। আর যেসব মন্তব্যে একাধিকবার রাজ্যের শান্তিশৃঙ্খলা যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনই অশান্তিও ছড়িয়ে পড়ার অভিযোগ প্রকাশ্যে আসছে। শনিবার ফের কোনও কারণ ছাড়াই রাজ্য নির্বাচন কমিশনারকেই (State Election Commissioner) একহাত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

শনিবার কোচবিহারে রাজ্যপাল সাংবাদিক বৈঠক করে বলেন, নির্বাচন কমিশনার একজন যোগ্য আধিকারিক। তাঁর ট্র্যাক রেকর্ড দেখে আমি তাঁকে নিয়োগ করেছিলাম। আমি তাঁর দক্ষতায় অবিশ্বাস করার কোনও কারণ খুঁজে পাইনি। কিন্তু নির্বাচন ব্যবস্থাতেও সেই দক্ষতা প্রতিফলিত হওয়া উচিত। তবে এখানেই থেমে না থেকে রাজ্যপাল নির্বাচন কমিশনারকে মনে করিয়ে দেন, মানুষ পদক্ষেপ দেখতে চায়, অজুহাত শুনতে চায় না। আর সেকারণেই নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে। আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তবে এই প্রথম নয়, এর আগেও বিজেপির হাইকম্যান্ডের মদতে রাজ্য নির্বাচন কমিশনারের কাজকর্ম নিয়ে আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বুথে থাকবে না কোনও কেন্দ্রীয় বাহিনী। তারপরই রাজ্যপালের এমন মন্তব্যে ‘গেরুয়া ইন্ধন’ আছে বলেই মত রাজনৈতিক মহল।

 

 

 

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version