Tuesday, November 4, 2025

পার্থর হাতে আংটিকাণ্ডের জের! প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Date:

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আংটিকাণ্ডে (Ring) এবার প্রেসিডেন্সি জেলের সুপারের (Presidency Jail Super) বিরুদ্ধে হেস্টিংস থানায় (Hestings Police Station) অভিযোগ দায়ের করলেন ডিআইজি কারা (DIG Prison)। সূত্রের খবর, জেল সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে জেলের আইনভঙ্গ ও কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। এই মর্মে আগেই আদালত কারা দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল আদালত। কিন্তু কারা দফতর সেই রিপোর্টে একেবারেই সন্তুষ্ট ছিল না আদালত। এদিকে শনিবারই আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। তবে এদিন পিছল পার্থ চট্টোপাধ্যায় ও কুন্তল ঘোষের জামিনের মামলা। আগামী ১৫ জুলাই কুন্তল এবং ২০ জুলাই পার্থর জামিন মামলার শুনানি। তবে কারা দফতরের তরফে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের বিষয়টি আদালতে জানানোর সম্ভাবনা রয়েছে।

 

এদিকে গত এপ্রিল মাসে ইডির আইনজীবী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি থাকার বিষয়টি বিচারককে জানান। তিনি আদালতে জানান, জেলের নিয়মানুযায়ী সংশোধনাগারে থাকা কোনও বন্দি অলঙ্কার পরতে পারেন না। তা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়ের দু’টি হাতেই আংটি কীভাবে এল? নিয়মভঙ্গ করে পার্থ চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি ঠিক কতটা প্রভাবশালী। এরপরই জেলবন্দি পার্থর হাতে কীভাবে আংটি, তা জানতে প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করেন বিচারক। আইজি কারার কাছে বিষয়টি অনুসন্ধান করে রিপোর্ট দিতে বলেন।

তবে আদালতের ওই নির্দেশের পরও কারা কর্তৃপক্ষ বলে বিষয়টি নিয়ে জেলের সুপারকে সতর্ক করা হয়েছে। আদালত সেই কথায় সন্তুষ্ট ছিল না। সূত্রের খবর, আদালতের নির্দেশ ছিল জেলের নিয়মভঙ্গ করা হয়েছে। তাই জেল সুপারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন বিচারক। এরপর কারা দফতরের ডিআইজি হেস্টিংস থানায় প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিষ চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের তরফে এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে খবর।

 

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version