রাখঢাক ছেড়ে এবার রামধনু জোটে শিলমোহর সুকান্তর

তৃণমূলের(TMC) বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে এক জোট হয়েছে বিরোধীরা। তলে তলে একে অপরের হাত ধরেছে বাম-কংগ্রেস-বিজেপি। বিরোধীদের এহেন রামধনু জোটের অভিযোগ দীর্ঘদিন ধরেই করছিল শাসক দল। এবার নির্বাচনী প্রচারে গিয়ে এই অভিযোগে সীলমোহর দিলেন সিলমোহর দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তিনি মেনে নিলেন নীচুতলায় বিরোধীদের রামধনু জোটের অস্তিত্ত্ব।

শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি(BJP) সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নীচুতলায় রামধনু জোট হয়। এ নিয়ে রাজ্য নেতৃত্বের কিছু করার থাকে না। স্থানীয় স্তরে মানুষ যাকে শত্রু মনে করে তার বিরুদ্ধে একজোট হয়ে যায়। নিচুতলায় এ জাতীয় সমঝোতা হয়। দলের কিছু করার থাকে না। আগে থেকেই রাজ্যের একাধিক জেলায় নিজেদের অস্তিত্ব রক্ষায় জোট বেঁধে প্রচারে নেমেছে বিজেপি, বাম ও কংগ্রেস। কয়েকটি জায়গায় তাঁদের দোসর হয়েছে আইএসএফও। দেওয়াল লিখন ও হোর্ডিংয়ে নয়, পাড়ায় পাড়ায় বিজেপির পতাকা হাতে সিপিএম প্রার্থীদের ঘোরার ছবিও সামনে এসেছে। অনেক কেন্দ্রে আবার বাম সমর্থিত প্রার্থীকে সমর্থন করতে দেখা গিয়েছে বিজেপিকে। কোনও জায়গায় একই নির্দলকে রাম, বাম দুই শিবিরই সমর্থন জানিয়ে প্রচারে নেমেছে। উল্টোদিকে, কংগ্রেস প্রার্থীর হয়ে সমর্থনের আবেদন নিয়ে বিজেপি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের সমর্থকরা। এই পরিস্থিতি স্বীকার করে নিয়ে সুকান্ত মজুমদার বলেন, কোনও ঘোষিত জোট নেই। কারণ, বিজেপির নীতি—মতাদর্শ আলাদা। নিচুতলায় কোথাও কোথাও হয়তো এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- ডা.কাতির রমরমা ঠেকাতে নয়া উদ্যোগ, এবার ব্যাগে জিপিএস লাগাচ্ছেন ব্যবসায়ীরা

Previous articleডা.কাতির রমরমা ঠেকাতে নয়া উদ্যোগ, এবার ব্যাগে জিপিএস লাগাচ্ছেন ব্যবসায়ীরা
Next articleসাফ কাপের ফাইনালে ভারত, টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স গুরপ্রীতের