Friday, August 22, 2025

তৃণমূলের(TMC) বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে এক জোট হয়েছে বিরোধীরা। তলে তলে একে অপরের হাত ধরেছে বাম-কংগ্রেস-বিজেপি। বিরোধীদের এহেন রামধনু জোটের অভিযোগ দীর্ঘদিন ধরেই করছিল শাসক দল। এবার নির্বাচনী প্রচারে গিয়ে এই অভিযোগে সীলমোহর দিলেন সিলমোহর দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তিনি মেনে নিলেন নীচুতলায় বিরোধীদের রামধনু জোটের অস্তিত্ত্ব।

শনিবার সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি(BJP) সভাপতি সুকান্ত মজুমদার বলেন, নীচুতলায় রামধনু জোট হয়। এ নিয়ে রাজ্য নেতৃত্বের কিছু করার থাকে না। স্থানীয় স্তরে মানুষ যাকে শত্রু মনে করে তার বিরুদ্ধে একজোট হয়ে যায়। নিচুতলায় এ জাতীয় সমঝোতা হয়। দলের কিছু করার থাকে না। আগে থেকেই রাজ্যের একাধিক জেলায় নিজেদের অস্তিত্ব রক্ষায় জোট বেঁধে প্রচারে নেমেছে বিজেপি, বাম ও কংগ্রেস। কয়েকটি জায়গায় তাঁদের দোসর হয়েছে আইএসএফও। দেওয়াল লিখন ও হোর্ডিংয়ে নয়, পাড়ায় পাড়ায় বিজেপির পতাকা হাতে সিপিএম প্রার্থীদের ঘোরার ছবিও সামনে এসেছে। অনেক কেন্দ্রে আবার বাম সমর্থিত প্রার্থীকে সমর্থন করতে দেখা গিয়েছে বিজেপিকে। কোনও জায়গায় একই নির্দলকে রাম, বাম দুই শিবিরই সমর্থন জানিয়ে প্রচারে নেমেছে। উল্টোদিকে, কংগ্রেস প্রার্থীর হয়ে সমর্থনের আবেদন নিয়ে বিজেপি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে পদ্ম শিবিরের সমর্থকরা। এই পরিস্থিতি স্বীকার করে নিয়ে সুকান্ত মজুমদার বলেন, কোনও ঘোষিত জোট নেই। কারণ, বিজেপির নীতি—মতাদর্শ আলাদা। নিচুতলায় কোথাও কোথাও হয়তো এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- ডা.কাতির রমরমা ঠেকাতে নয়া উদ্যোগ, এবার ব্যাগে জিপিএস লাগাচ্ছেন ব্যবসায়ীরা

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version