Sunday, May 4, 2025

চেনা অঙ্কে ভোটের আগে ফের হিংসায় উস্কানি দিতে শুরু করল বিজেপি(BJP)। রক্ত হোলির পর এবার সরকারি আধিকারিক বিডিও অফিসারদের বাঁশপেটা করার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। জানালেন, বিডিওর(BDO) পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন। তারপর আমি আপনাদের বাঁচাবো। বিজেপি সভাপতি তথা একজন সাংসদের মুখে এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের তরফে অভিযোগ করা হয়েছে, এভাবেই হিংসায় উস্কানি দিচ্ছে বিজেপি।

শনিবার শ্যামপুরের দেউলী বাজারে বিজেপি প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে এসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “ভোট না হওয়া পর্যন্ত বুথ ছাড়বেন না। এলাকার থানার OC-দের দিয়ে ভোট করানোর ব্যবস্থা করা হচ্ছে। বেশি বেশি করে ব্যালট ছাপা হচ্ছে। ব্যালট বক্স পাহারা দেবেন। পুলিশ যখন ব্যালট বক্স স্ট্রং রুমে নিয়ে যাবে তখন আপনারাও ঝাণ্ডা এবং ডান্ডা নিয়ে পুলিশের পিছনে পিছনে যাবেন। বিডিওদের বেশি বেশি করে ব্যালট ছাপাতে বলা হয়েছে। বিডিওরা যদি বেশি করে ব্যালট ছাপে, তাহলে বিডিওর পিঠে লাঠির ছাপ দিয়ে দেবেন। তারপরে আমি বাঁচাবো আপনাদের।” উল্লেখ্য, এর আগে হাঁসখালিতে একবিজেপি কর্মীর আত্মহত্যার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে রক্তহোলি খেলার নিদান দিয়েছিলেন সুকান্ত মজুমদার। বলেছিলেন, “তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে, বিজেপিকেও সেই খেলাতে নামতে হবে। তখন কিন্তু বলতে পারবে না যে, বিজেপি আইনশৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না নিলে এবার বিজেপিই বাধ্য হবে ব্যবস্থা নিতে।”

এই ঘটনায় সুকান্তকে পাল্টা তোপ দেগে তৃণমূলের তরফে জানানো হয়েছে, আসলে রাজনীতির ময়দানে লড়ার ক্ষমতা নেই বিজেপির। তাই ভোটের আগে ইচ্ছাকৃতভাবে হিংসায় উস্কানি দিয়ে চলেছেন বিজেপি নেতারা। যাতে হিংসার পরিস্থিতি তৈরি হয়, আর সেখান থেকে রাজনৈতিক ফায়দা এরা নিতে পারে। যদিও এদের উদ্দেশ্য সফল হবে না।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version