Friday, November 28, 2025

দম হ্যায় তো রোখকে দিখাও: বকেয়া আদায়ে মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বাংলার সাধারণ মানুষের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। বারবার অনুরোধেও টাকা মেটানো হয়নি। বকেয়া আদায়ে এবার কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। জানিয়ে দিলেন, “পঞ্চায়েত নির্বাচনের পর বকেয়া আদায়ে দিল্লি চলো অভিযান হবে। কোনও নেতার ক্ষমতা নেই বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রাখার। দম হ্যায় তো রোখকে দিখাও।”

শনিবার পুরুলিয়ায় বাঘমুণ্ডিতে তৃণমূলের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “আপনারা বিধানসভায় পুরুলিয়ায় ৬ টি আসনে বিজেপিকে জিতিয়েছেন, ফলস্বরূপ ১০০ দিনের কাজের সাড়ে ৭ হাজার কোটি টাকা ওরা আটকে দিয়েছে। ১১ লক্ষ ৩৬ হাজার যোগ্য প্রাপকের বাড়ির তালিকা দিয়েছিল সরকার, সে টাকাও ওরা আটকে দিয়েছে। এই বিজেপি বাংলায় জিততে পারেনি বলে একমাত্র বাংলার টাকা আটকেছে। এখন টাকা আদায়ে বাংলার মানুষের কাছে ৩টে রাস্তা আছে অনুরোধ, পায়ে পড়া ও অধিকারের লড়াই। ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাংসদদের প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন কিন্তু কাজ হয়নি। সৌজন্যতা অনেক দেখিয়েছি। বাকি রয়েছে পায়ে পড়া ও অধিকারের লড়াই।” একিসঙ্গে অভিষেক বলেন, “নরেন্দ্র মোদি ১০০ দিনের কাজের টাকা আটকে আড়াই হাজার কোটি টাকা দিয়ে উত্তর প্রদেশে রামমন্দির বানাচ্ছে। ৫ হাজার কোটি দিয়ে নিজের প্রচার করেছে। আবাসের ৮ হাজার কোটি দিয়ে মোদি নিজের বিমান কিনেছে। বাংলার টাকা নিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে দেওয়া হচ্ছে।”

এরপরই মেরুদণ্ড শক্ত রেখে অধিকারের লড়াইয়ের বার্তা দিয়ে গর্জে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এদের উদ্দেশ্য দুর্নীতি আটকানো নয়, ইডি সিবিআইকে লাগিয়ে দিয়ে এরা মানুষকে দুটো অপশন দেয় হয় বিজেপিতে এসো নাহলে জেলে যাও। ১০ লক্ষ লোক দিল্লি গেলে কোনও নেতার ক্ষমতা নেই টাকা আটকায়। আপনাদের দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, লড়াই আমি সংগঠিত করব। অনেক সৌজন্যতার রাজনীতি হয়েছে আর নয়, এবার চোখের সামনে থেকে অধিকার ছিনিয়ে আনব। দম হ্যায় তো রোখকে দিখাও। আমি চ্যালেঞ্জ করছি কোনও নেতার ক্ষমতা নেই টাকা আটকে রাখার। প্রয়োজনে শীর্ষ আদালতে যাব। কোর্টের করিডোরেও যাব, মানুষের দরবারেও যাব। কিন্তু মানুষের প্রাপ্য টাকা ছিনিয়ে আনব।”

spot_img

Related articles

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...

জুটিতে লুটি! রাঁচিতে রিইউনিয়নের মধ্যেই ধোনি-কোহলির সফর

টেস্ট ক্রিকেটের ভয়াবহ ব্যর্থতার পর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। রাঁচিতে এই ম্যাচ ঘিরে উন্মাদনা...

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...