Thursday, August 21, 2025

দম হ্যায় তো রোখকে দিখাও: বকেয়া আদায়ে মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বাংলার সাধারণ মানুষের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। বারবার অনুরোধেও টাকা মেটানো হয়নি। বকেয়া আদায়ে এবার কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। জানিয়ে দিলেন, “পঞ্চায়েত নির্বাচনের পর বকেয়া আদায়ে দিল্লি চলো অভিযান হবে। কোনও নেতার ক্ষমতা নেই বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রাখার। দম হ্যায় তো রোখকে দিখাও।”

শনিবার পুরুলিয়ায় বাঘমুণ্ডিতে তৃণমূলের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “আপনারা বিধানসভায় পুরুলিয়ায় ৬ টি আসনে বিজেপিকে জিতিয়েছেন, ফলস্বরূপ ১০০ দিনের কাজের সাড়ে ৭ হাজার কোটি টাকা ওরা আটকে দিয়েছে। ১১ লক্ষ ৩৬ হাজার যোগ্য প্রাপকের বাড়ির তালিকা দিয়েছিল সরকার, সে টাকাও ওরা আটকে দিয়েছে। এই বিজেপি বাংলায় জিততে পারেনি বলে একমাত্র বাংলার টাকা আটকেছে। এখন টাকা আদায়ে বাংলার মানুষের কাছে ৩টে রাস্তা আছে অনুরোধ, পায়ে পড়া ও অধিকারের লড়াই। ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, সাংসদদের প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন কিন্তু কাজ হয়নি। সৌজন্যতা অনেক দেখিয়েছি। বাকি রয়েছে পায়ে পড়া ও অধিকারের লড়াই।” একিসঙ্গে অভিষেক বলেন, “নরেন্দ্র মোদি ১০০ দিনের কাজের টাকা আটকে আড়াই হাজার কোটি টাকা দিয়ে উত্তর প্রদেশে রামমন্দির বানাচ্ছে। ৫ হাজার কোটি দিয়ে নিজের প্রচার করেছে। আবাসের ৮ হাজার কোটি দিয়ে মোদি নিজের বিমান কিনেছে। বাংলার টাকা নিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে দেওয়া হচ্ছে।”

এরপরই মেরুদণ্ড শক্ত রেখে অধিকারের লড়াইয়ের বার্তা দিয়ে গর্জে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এদের উদ্দেশ্য দুর্নীতি আটকানো নয়, ইডি সিবিআইকে লাগিয়ে দিয়ে এরা মানুষকে দুটো অপশন দেয় হয় বিজেপিতে এসো নাহলে জেলে যাও। ১০ লক্ষ লোক দিল্লি গেলে কোনও নেতার ক্ষমতা নেই টাকা আটকায়। আপনাদের দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, লড়াই আমি সংগঠিত করব। অনেক সৌজন্যতার রাজনীতি হয়েছে আর নয়, এবার চোখের সামনে থেকে অধিকার ছিনিয়ে আনব। দম হ্যায় তো রোখকে দিখাও। আমি চ্যালেঞ্জ করছি কোনও নেতার ক্ষমতা নেই টাকা আটকে রাখার। প্রয়োজনে শীর্ষ আদালতে যাব। কোর্টের করিডোরেও যাব, মানুষের দরবারেও যাব। কিন্তু মানুষের প্রাপ্য টাকা ছিনিয়ে আনব।”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...