শহরে পা রাখলেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

জানা যাচ্ছে, সোমবার বিশেষ কোন কর্মসূচি নেই মার্টিনেজের। তবে মঙ্গলবার থেকে ঠাসা সূচি বিশ্বসেরা গোলরক্ষককের। দুপুরে আয়োজকদের তরফে মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ।

সোমবার বিকেলে শহর কলকাতায় পা রাখলেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিকেল পাঁচটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন লিওনেল মেসির সতীর্থ। তাঁকে স্বাগত জানাতে যান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শ্রী সুজিত বসু। শহরে পা রেখে উচ্ছ্বসিত বিশ্বকাপে সোনার গ্লাভস জয়ী ফুটবলার। এমিকে দেখতে সমর্থকদের ভিড় বিমানবন্দরে।

জানা যাচ্ছে, সোমবার বিশেষ কোন কর্মসূচি নেই মার্টিনেজের। তবে মঙ্গলবার থেকে ঠাসা সূচি বিশ্বসেরা গোলরক্ষককের। দুপুরে আয়োজকদের তরফে মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। তারপর বিকেলে যাবেন মোহনবাগান ক্লাবে। লিওনেল মেসির সতীর্থকে স্বাগত জানাতে আয়োজনের ত্রুটি রাখছে না শতাব্দীপ্রাচীন ক্লাব। নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হতে যাচ্ছে, এমিকে ‘মোহনবাগান রত্ন’ স্মারক দিয়ে সংবর্ধনা। মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন এমি।

আরও পড়ুন:বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মার্টিনেজের, নিজেকে বাংলাদেশের বাজপাখি বললেন ‘এমি’

Previous articleNCP-তে ভাঙনে প্রভাব নেই বিরোধী জোট-বৈঠকে: নয়া দিন ঘোষণা করে জানাল কংগ্রেস
Next article“রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত যেন মিউজিক্যাল চেয়ার”, সরব ওমপ্রকাশ-গৌতমরা