সোমবার বিকেলে শহর কলকাতায় পা রাখেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে তার আগে সোমবার ভোরে বাংলাদেশ যান ‘দিবু’ মার্টিনেজ। দুপুরে দেখা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রীর হাতে সই সম্বলিত আর্জেন্তিনার জার্সি তুলে দেন মার্টিনেজ। বাংলাদেশের ভালোবাসায় আপ্লুত তিনি। নিজেকে বাংলাদেশের বাজপাখি বললেন এমি।

ঢাকায় মাত্র কয়েক ঘণ্টার সফরে আসেন মার্টিনেজ। সেই সফরে আবার একটি অনুষ্ঠানে খুব অল্প সময়ের জন্য সাক্ষাৎ হয় বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার সঙ্গে দেখা হয় ‘দিবু’র। সেই ঘটনা নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মোর্তাজা। ফেসবুকে লেখেন, “আজকে সাক্ষাৎকারের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে মার্টিনেজ দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হলো, আসলে বিশ্বকাপটাতো ওখানেই জিতে নিয়েছে।”

২০২২ কাতার বিশ্বকাপের সময় আর্জেন্তিনার জন্য গলা ফাটিয়েছিল বাংলাদেশ এবং কলকাতার ফুটবলপ্রেমীরা। এই কথা জানেন স্বয়ং মেসি, ডি মারিয়া, এমি মার্টিনেজরা। বিশ্বজয়ের পর বাংলার মানুষদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতাও স্বীকার করেছিলেন তাঁরা।

আরও পড়ুন:লর্ডসে হে.নস্থা অজি ক্রিকেটাররা, ব্যবস্থা নিল এমসিসি
