Sunday, May 4, 2025

“রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত যেন মিউজিক্যাল চেয়ার”, সরব ওমপ্রকাশ-গৌতমরা

Date:

রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose) সম্প্রতি ১৩ জন শিক্ষাবিদকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি (University) পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আর সেই জায়গা থেকেই প্রবল আপত্তি তুলেছেন ওমপ্রকাশ মিশ্র (Omprakash Mishra)-গৌতম পালরা (Gautam Paul)। তাঁদের বক্তব্য, যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা কেউ উপাচার্য নন। তাঁরা অধ্যাপক। বিশ্ববিদ্যালয়গুলির কাজকর্ম দেখাশুনার অনুমতি পেয়েছেন মাত্র। আর রাজ্যপালের এমন সিদ্ধান্তের ফলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থার অভিযোগ তুলে সরব ওমপ্রকাশ মিশ্র, গৌতম পাল সহ বাংলার শিক্ষাবিদদের একটি বড় অংশ আজ, সোমবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন। এদিন ওমপ্রকাশ মিশ্র বলেন, “রাজ্যজুড়ে উচ্চশিক্ষা ব্যবস্থায় এক চূড়ান্ত অচলাবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। একটি সরকারি বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নেই, এমনকী অন্তর্বর্তী উপাচার্যও নেই। আচার্য à§§à§© জন অধ্যাপককে দায়িত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কাজগুলি সামলানোর। কিন্তু এটা কোনও স্থায়ী নিয়োগ নয়।” শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ যাতে কোনওভাবে বঞ্চিত না হয়, সেই বার্তাও দেন তিনি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তথা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গৌতম পাল বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “২০১১-২৩ উচ্চশিক্ষায় অভূতপূর্ব উন্নতি। ২০টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। পরিকাঠামো বেড়েছে। ছাত্র ভর্তির হার বেড়েছে। ড্রপ আউট হার কমেছে।’ রাজ্য সরকার যে সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে, তাও বোঝানোর চেষ্টা করেন তিনি। তাঁর আরও সংযোজন, “রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের স্বশাসনে কখনও হস্তক্ষেপ করেনি। উপাচার্য ও সহউপাচার্য নিয়োগ ছাড়া সবটাই বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল ব্যবস্থা নেয়।”

এদিন সাংবাদিক বৈঠকে ওমপ্রকাশ মিশ্র, গৌতম পাল ছাড়াও ছিলেন শিবাজিপ্রতিম বসু, অনুরাধা মুখোপাধ্যায়, মলয়েন্দু সাহা, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্ট শিক্ষাবিদরা।

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version